আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচিতিঃ
কুরআনের আলােকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়ঃ
১। কানযুল ঈমান থেকে অনুবাদঃ
অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সােজা পথ প্রদর্শন করুন। তাদেরই পথে যাদের উপর আপনি নিয়ামত দান করেছেন।
(সূরা ফাতিহা, আয়াত-৫, পারা-১, পৃষ্ঠা - ১)
এখন নিয়ামত প্রাপ্ত বান্দাগণ কারা? আপনি যদি এর উত্তর খুজতে যান তাও কুরআনে পাকের মধ্যে রয়েছে আল্লাহর বাণী। যেমনঃ
২। অর্থাৎ নিয়মিত প্রাপ্ত বান্দাগণ হলেন নবীগণ, সিদ্দীক (সত্যনিষ্টগণ), শহীদগণ এবং সঙ্কর্মপরায়ণ ব্যক্তিগণ তথা আউলিয়ায়ে কেরামগণ।
(সূরা নিসা, আয়াত-৬৯, পারা -৫, পৃষ্ঠা- ৮)
৩। এটা আমার সহজ সরল পথ তােমরা এ পথের অনুসরণ কর।
(সূরা আনআম, আয়াত ১৫৪, পারা ৮,পৃষ্ঠা-৮)।