পঞ্চম অধ্যায়
গােসল করার সুন্নত
১। ফরয গােসলের পূর্বে ইস্তিঞ্জা অর্থাৎ প্রস্রাব করা ।
( মুসান্নাফে আব্দুর রাজ্জাক , হাঃ নং ১০২০ )
২। শুরুতে “ বিসমিল্লাহির রাহমানির রাহীম ' পড়া ।
( মুসনাদে আহমাদ , হাঃ নং ১২৬৯৪ )
৩।।পৃথকভাবে উভয় হাত কজিসহ ধােয়া ।
( বুখারী শরীফ , হাঃ নং ২৪৮ )
৪। শরীর বা কাপড়ের কোন স্থানে নাপাকী লেগে থাকলে প্রথমে তা তিনবার ধুয়ে পবিত্র করে নেয়া । সুন্নাত তরীকায় পূর্ণ উযু করা । তবে গােসলের স্থানে পানি জমে থাকলে , গােসল শেষ করে পা ধৌত করবে ।
( বুখারী শরীফ , হাঃ নং ২৬০ )
৫। প্রথমে মাথায় পানি ঢালা ।
( বুখারী শরীফ , হাঃ নং ২৫৬ )
৬। এরপর ডান কাঁধে ।
(বুখারী শরীফ , হাঃ নং ২৫৪ )
৭।।এরপর বাম কাঁধে ।
( বুখারী শরীফ , হাঃ নং ২৫৪ )
৯। অতঃপর অবশিষ্ট শরীর ভিজানাে ।
( বুখারী শরীফ , হাঃ নং ২৭৪ )
১০। সমস্ত শরীরে এমনভাবে তিনবার পানি পৌঁছানাে, যেন একটি পশমের গােড়াও শুষ্ক না থাকে। তবে নদী - পুকুর ইত্যাদিতে গােসল করলে কিছুক্ষণ ডুব দিয়ে থাকলেই তিন বার পানি ঢালার সুন্নাত আদায় হয়ে যাবে ।
( আবু দাউদ , হাঃ নং ২৪৯ / মুসান্নাফে ইবনে আবী শাইবা , হাঃ নং ৮১৩ )
১১। সমস্ত শরীর হাত দ্বারা ঘষে - মেজে ধৌত করা ।
( তিরমিযী , হাঃ নং ১০৬ )
১২। সমস্ত শরীর হাত দ্বারা ঘষে - মেজে ধৌত করা ।
( তিরমিযী , হাঃ নং ১০৬ )