আযানের বর্ণনা
মাসআলাঃ আযানের মধ্যে ‘আল্লাহ’ শব্দের ‘আলিফ’কে লম্বা করে পড়লে ‘হামযায়ে ইসতিফহাম’ (প্রশ্নবোধক হামযা) হওয়ার ভয় থাকে যা অর্থ পরিবর্তন হওয়ার (একটি) কারণ, এজন্য সম্মানিত ফকীহগণ ‘আল্লাহ্ ও আকবর’ শব্দের ‘আলিফ’কে আযানের মধ্যে লম্বা করে পড়তে নিষেধ করেছেন, এ জন্য উভয় স্থানে আলিফের উপর ‘মদ্দ’ (লম্বা করে পড়া) করা যাবে না।
الله اكبر (আল্লাহু আকবর) এর মধ্যে ‘আলিফ’কে মুয়াজ্জিন মদ্দ সহকারে বলতে পারবেনা কেননা নিশ্চয় উহা (হামযায়ে) ইসতিফহাম (এর অন্তর্ভূক্ত), এবং নিশ্চয় উহা শরীয়তের দৃষ্টিতে লাহন (ভুল) এর অন্তর্ভূক্ত। ৪৩
➥৪৩. আস সিয়ায়াহ্, পৃষ্ঠা-১৫, খণ্ড- ২য়; বাবুল আযান, ফতওয়ায়ে হিন্দিয়া, পৃষ্ঠা-৫৬, খণ্ড-১ম, আল ফাসলুচ্ছানী ফীল আযান।
মাসআলাঃ আযান ঘোষণা হওয়া কোন স্থানের সাথে নির্দিষ্ট নয়, ইমামের ডানে-বামে আযান দেয়া জায়েয আছে। কিন্তু খুতবার পূর্বে আযানের জন্য ফকীহগণ বর্ণনা করেছেন যে, মসজিদের ভিতরে খতীবের সামনে হতে হবে। অর্থাৎ- “দ্বিতীয় আযান খতীবের নিকটে দিবে।