৮- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ بَيْعِ الْـمُزَابَنَةِ وَالْـمُحَاقَلَةِ
٣٣٤- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ ، عَنِ النَّبِيِّ أَنَّهُ نَهَىٰ عَنِ الْـمُزَابَنَةِ وَالْـمُحَاقَلَةِ.
বাব নং ১৭৩. ৮. মুযাবানা ও মুহাকালা বিক্রি নিষিদ্ধ
৩৩৪. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু যুবাইর থেকে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে, তিনি নবী করমি (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি মুযাবানা ও মুহাকালাহ বিক্রয় নিষেধ করেছেন।
(বুখারী, ২/৭৬৩/২০৭৫)
ব্যাখ্যা: মুযাবানা, বৃক্ষের কাঁচা খেজুরকে কর্তিত শুকনো খেজুরের বিনিময়ে অনুমানের ভিত্তিতে বিক্রি করাকে মুযাবানা বলা হয়। এটা নিষিদ্ধ।
মুহাকালাহ: খোসার ভিতর রক্ষিত ফসলকে গমের বিনিময়ে বিক্রি করা, এটাও নিষিদ্ধ। এ উভয় পদ্ধতির ক্রয়-বিক্রয়ে প্রতারণা বিদ্যমান। কেননা এতে বিক্রিত দ্রব্য অজ্ঞাত বিধায় প্রতারণার সম্ভাবনা রয়েছে। তাছাড়া এগুলো জাহেলী যুগের প্রথা তাই বিশেষ ভাবে উলেখ করা হয়েছে।