বিবিধ
মাসআলাঃ হযরত সৈয়্যদা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ (ﷺ)-এর পবিত্র শান ও মান-মর্যাদা সম্পর্কে স্বয়ং হুযূর মোস্তফা (ﷺ) ইরশাদ করেন,
‘আমার সাহেবজাদী ফাতেমা (رضي الله عنه) হচ্ছেন, মানব হুর। সাধারণ মহিলারা রক্তস্রাবের কারণে যে অপবিত্র হয়ে থাকে, তিনি তা হতে পাক-পবিত্র। আল্লাহপাক তাঁর নাম ফাতেমা এ জন্য রেখেছেন যে, আল্লাহ্ তা‘আলা তাঁর সাথে ভালবাসা ও মুহাব্বত স্থাপনকারীদেরকে দোযখের আগুন থেকে মুক্তি দান করেছেন।’ ২৬২
➥২৬২. আল-আমান ওয়াল ‘উলা।
উক্ত হাদীসখানা খতীবে বাগদাদী (رحمة الله) হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন। উক্ত বর্ণনা হতে একথা প্রতীয়মান হয় যে, সৈয়্যদা হযরত ফাতেমা (رضي الله عنه) মানবীয় হুর। ২৬৩
➥২৬৩. সীরাতে মোস্তফা জানে রহমত, খণ্ড-৩, পৃষ্ঠা-২১৪।
মাসআলাঃ হযরত সৈয়্যদাতুনা বতুল ফাতিমাতুয যাহরা (رضي الله عنه)-এর পবিত্র আওলাদগণ হচ্ছেন ‘আহলে বাইত’। অতঃপর হযরত আলী (رضي الله عنه), হযরত আকীল (رضي الله عنه) এবং হযরত জাফর সাদেক (رضي الله عنه) ও হযরত আব্বাস (رضي الله عنه)-এর বংশধরেরা ‘আহলে বাইত’। উম্মুহাতুল মু’মিনীন রিদওয়ানুল্লাহি তা‘আলা আজমাইনরা হচ্ছেন আহলে বাইত। ২৬৪
➥২৬৪. ইরফানে শরীয়ত, খণ্ড-১; সীরাতে মুস্তফা জানে রহমত, খণ্ড-৩, পৃষ্ঠা-২১৬।
মাসআলাঃ পৃথিবীতে অধিক খাদ্য ভক্ষণকারী জন্তু। হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে- আল্লাহ্ তা’আলার সৃষ্টি জগতে এমন একটি জন্তুও রয়েছে। যেটি সমগ্র সৃষ্টি জগতের খাদ্য একাই প্রতিদিন খেয়ে থাকেন। অর্থাৎ অপরার সৃষ্টি যেমন- জ্বীন, ইনসান, পশু-পাখি, তথা যমিনে বিচরণকারী সৃষ্টি ইত্যাদি যে পরিমাণ খাদ্য প্রতিদিন খেয়ে থাকে ঐ জন্তুটি একাই একদিন সে খাদ্য খেয়ে থাকে।
মাসআলাঃ মৃত্যু কামনা করা মাকরূহ। ২৬৫
➥২৬৫. দুররে মুখতার।
মাসআলাঃ ময়্যত তথা মৃতের পাশে শেষ অবস্থায় সূরা ইয়াসিন ও সূরা ওয়াদ শরীফ পাঠ করা মুস্তাহাব।
মাসআলাঃ দশই মুহররম পবিত্র আশুরা দিবসে নিজ পরিবার-পরিজনকে নিয়ে সন্তোষজনক সহকারে খানা-পানিতে ব্যাপকতা করলে আল্লাহ্ তা’আলা তার পরিবারে পুরো বছর রিযিকের মধ্যে প্রশস্ততা দান করবে।২৬৬
➥২৬৬. আল আস্রারুল মুহাম্মদীয়া।
মাসআলাঃ পবিত্র আশুরা দিবসে ভাল কাজ করা মুস্তাহাব। যেমন- সদকা-খায়রাত, নফল রোযা, যিকির ইত্যাদি।