উস্তাদ ও পীর-মুর্শিদের আলোচনায় আপত্তি না করার বর্ণনা



মাসআলাঃ আলেম, উস্তাদ, শাইখ কিংবা পীরের আলোচনার মধ্যে ই’তেরাজ তথা আপত্তি না করা আবশ্যক।


হযরত খিযির আলাইহিস্ সালাম ও হযরত মুসা আলাইহিস্সালামের মধ্যকার সফরকালীন সময়ে ঘটমান কিশ্তির তখ্তা খুলে ফেলা এবং একটি বালককে কতল করা বাহ্যিক দৃষ্টিতে কাজগুলো খারাপ, ফাসেদ ও অন্যায় ছিল। কিন্তু এ কাজগুলো বাস্তবিক পক্ষে ছহীহ ও শুদ্ধ ছিল। পরবর্তীতে এই কাজগুলোর হেকমত জানানো হয়েছিল। এ জন্যই হযরত খিজির আলাইহিস্সালাম বলেছেন- وما فعلته عن امرى অর্থাৎ আমি নিজ মতে এটা করিনি। ২৫৬

➥২৫৬. সূরা আল্-কাহাফ, আয়াত-৮২।


মাসআলাঃ হযরত খিজির আলাইহিস্ সালাম নবী এবং রাসূল ছিলেন। একজন নবী অপর নবীর নিকট হতে ইলম তথা জ্ঞান অর্জন করা জায়েয ও দুরস্ত। এটি ছাড়া বাকী অন্য সকল আক্বীদা বাতেল। অপরাপর নাস্তিক ও পদচ্যুতদের যে আক্বীদা তা সবই বাতেল।


Top