নবুয়তের দৃষ্টিঃ-


❏উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা আয়িশা (رضي الله عنه) বর্ণনা করেন, 


وَهُوَ يَرَى مَا لَا أَرَى


-‘‘রাসূল (ﷺ) এমন বস্তু দেখেন যা আমি দেখি না।’’ ৩০৪

{৩০৪. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৯৬ পৃ. হা/২৪৪৭, পরিচ্ছেদ: بَابٌ فِي فَضْلِ عَائِشَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا , হযরত আয়িশা (رضي الله عنه)-এর ফযিলত।}


আক্বিদা

নুবুওয়াতের দৃষ্টিতে ওই সব বস্তু দেখেন যা অন্যদের দৃষ্টিগোচর হয় না।

Top