সায়্যিদুনা ‘ওসমান বিন হুনাইফ (رضي الله عنه)'র আক্বিদা


রাসূল (ﷺ)’র দোয়া:- 

সায়্যিদুনা ‘ওসমান বিন হুনাইফ (رضي الله عنه) বর্ণনা করেন যে, এক অন্ধ ব্যক্তি রাসূূল (ﷺ)’র খিদমাতে উপস্থিত হয়ে দোয়ার জন্য আরয করলেন, আল্লাহ তা‘আলা যেন আমাকে দৃষ্টিশক্তি দেন। 

এটা শুনে রাসূল (ﷺ) বললেন, যাও, ভাল করে ওজু করে দু’রাকাত নামায পড় এবং এ দু‘আ করবে যে,


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ وَأَتَوَجَّهُ إِلَيْكَ بِنَبِيِّكَ مُحَمَّدٍ نَبِيِّ الرَّحْمَةِ إِنِّي تَوَجَّهْتُ بِكَ إِلَى رَبِّي لِيَقْضِيَ لِي فِي حَاجَتِي هَذِهِ اللهُمَّ فشفّعْه فيَّ


-‘‘হে আল্লাহ আমি তোমার দরবারে প্রার্থনা করছি, তোমার রহমত ওয়ালা নাবী মুহাম্মদ (ﷺ) এর ওসীলা নিয়ে, হে রাসূল (ﷺ) আমি আপনার ওসীলা নিয়ে আপনার দয়াল প্রভুর দিকে মনোনিবেশ করছি, আমার এই হাজাতের জন্য যাতে আমার হাজাত পূর্ণ হয়। হে আল্লাহ, আমার পক্ষে আপনার মাহ্বুব (ﷺ)’র সুপারিশ কাবুল করুন।’’  ২৩০

{২৩০. ইমাম তিরমিযি, আস-সুনান, ৫/৪৬১ পৃ. হা/৩৫৭৮, খতিব তিবরিযি, মিশকাত, ২/৭৬৮ পৃ. হা/২৪৯৫, সুনানে ইবনে মাজাহ, পৃ: ৯৯, আত্ তারগীব ওয়াত তারহীব লিল মুনযারী, ১ম খণ্ড, পৃ: ৪৭৩, হা/১০১৮, মুসনদে ইমাম আহমদ, ৪র্থ খণ্ড, পৃ: ১৩৮, হা/১৭২৪০, সহীহ ইবনে খুজাইমা, ২য় খণ্ড, পৃ: ২২৫, হা/১২১৯, আল-মুস্তাদরাক, ১ম খণ্ড, পৃ: ৫১৯। এই হাদিসটির সনদ সহীহ; কেননা ইমাম তিরমিযি (رحمة الله) বলেন- هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ -‘‘এই হাদিসটি হাসান, সাহীহ, গারীব।’’ ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ৯/৩০ পৃ. হা/৮৩১০, ইমাম হাকিম, আল-মুস্তাদরাক, ১/৪৫৮ পৃ. হা/১১৮০, ইমাম নাসাঈ, আস-সুনানুল কোবরা, ৯/২৪৪ পৃ. হা/১০৪২০, ইমাম বায়হাকী, দাওয়াতুল কাবীর, ১/৩২৫ পৃ. হা/২৩৫}


আক্বিদা

নবী পাক (ﷺ) কে يَا مُحَمَّدُ يَا رَسُوْلُ اَلله বলা এবং তাঁর ওসীলা নিয়ে দু‘আ করার শিক্ষা দিয়েছিলেন। ইমাম তাবরানী (رحمة الله) তার ‘মুজামুল কাবীর’ নামক গ্রন্থে লিখেছেন যে, হযরত ওসমান (رضي الله عنه)’র খিলাফতকালে এ সাহাবী হযরত ওসমান বিন হুনাইফ (رضي الله عنه) এক ব্যক্তিকে এই দো‘আ পড়ার ওজিফা দিয়েছেন, এই ওজিফা পড়ে তাঁর উদ্দেশ্য পূর্ণ হয়েছে।  ২৩১

{২৩১. ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ৯/৩০ পৃ. হা/৮৩১০, ইমাম হাইসামী (রহ.) বলেন- الْحَدِيثُ صَحِيحٌ -‘‘এ হাদিসটি সহীহ।’’ (হাইসামী, মাযমাউয-যাওয়াইদ, ২/২৭৯ পৃ. হা/৩৬৬৮)}


গায়র মুকালি­দদের মুহাদ্দিস এবং মুফাস্সির মৌলভি ওহীদুয্যামান সাহিব তার “হাদিয়াতুল মাহদী” নামক কিতাবে এই হাদিসটিকে সহীহ বলেছেন। 

সুনানু ইবনু মাজাহর তারজুুমা করার সময় তিনি এটাও লিখেছেন যে, ওই অন্ধ ব্যক্তিটি সুস্থ হয়ে গেছে।  ২৩২

{২৩২. সুনানে ইবনে মাজাহ, ১ম খন্ড, পৃ: ৫৭১।}


Top