৮- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنِ الْـمُجَثَّمَةِ
٤٠٤- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ رَسُوْلَ اللهِ نَهَىٰ عَنِ الْـمُجْثَمَةِ.
বাব নং ২০৫. ৮. কোন জন্তুকে লক্ষ্যবস্তু বানিয়ে তীর নিক্ষেপ করা নিষিদ্ধ
৪০৪. অনুবাদ: ইমাম আবু হানিফা নাফে থেকে, তিনি ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) কোন জন্তুকে লক্ষ্যবস্তু বানিয়ে এর প্রতি তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন।
(তিরমিযী, ৪/২৭০/১৮২৫)
ব্যাখ্যা: কোন জন্তুকে সামনে বেঁধে রেখে নিশানা বানিয়ে তীর নিক্ষেপ করে হত্যা করা হলে ঐ জন্তুকে مجثمه বলা হয়। এরূপ মৃত জন্তুর গোশত খাওয়া হারাম।