বাব নং ২১৫. ৩. রেশম ও রেশমী কাপড় পরিধান থেকে নিষেধাজ্ঞা
৩- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ لُبْسِ الْـحَرِيْرِ وَالدِّيْبَاجِ
٤٣٠- أَبُوْ حَنِيْفَةَ: عَنِ الْـحَكَمِ، عَنِ ابْنِ أَبِيْ لَيْلَىٰ، عَنْ حُذَيْفَةَ، أَنَّ رَسُوْلَ اللهِ نَهَىٰ عَنْ لُبْسِ الْـحَرِيْرِ وَالدِّيْبَاجِ، قَالَ: إِنَّمَا يَفْعَلُ ذَلِكَ مَنْ لَا خَلَاقَ لَهُ .
৪৩০. অনুবাদ: ইমাম আবু হানিফা হাকাম থেকে, তিনি ইবনে আবি লায়লা থেকে, তিনি হুযাইফা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) রেশম এবং রেশমী কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। তিনি আরো বলেন, এ কাজ তারাই করে যাদের (পরকালে) কোন অংশ (নেকী) নেই।
(মুসনাদে আবু আওয়ানা, ৫/২২৩/৮৪৮৩)
ব্যাখ্যা: রেশম ও রেশমী বস্ত্র পরিধান করা পুরুষের জন্য হারাম, তবে মহিলাদের জন্য জায়েয। কেননা তিবরানী তার মু’জাম গ্রন্থে ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, নবী করমি (ﷺ) কোথাও বের হলেন, তখন তার এক হাতে রেশমের কাপড়ের টুকরা ছিল আর অপর হাতে স্বর্ণের টুকরা। তখন তিনি বললেন, এ দু’টো বস্তু আমার উম্মতের পুরুষের জন্য হারাম এবং মহিলাদের জন্য হালাল। তবে চার আঙ্গুল পরিমাণ রেশম পুরুষদের জন্য জায়েয।