ওফাত এর ইলমঃ-

উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা আয়িশা (رضي الله عنه) ইরশাদ করেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, 


أَسْرَعُكُنَّ لَحَاقًا بِي أَطْوَلُكُنَّ يَدًا


-‘তোমাদের মধ্যে অতিদ্রুত আমার সাথে মিলিত হবে ওই বিবি, তোমাদের মধ্যে যার হাত অধিক লম্বা।’’ 


হযরত আয়িশা (رضي الله عنه) বলেন, অতঃপর আমরা সকল বিবি পরস্পরের হাত মাপতে লাগলাম যে, কার হাত সবচেয়ে বেশি লম্বা। কিন্তু সবার চেয়ে লম্বা হাত ছিল হযরত যায়নাব (رضي الله عنه) এর। কেননা তিনি নিজ হাতে কাজকর্ম করতেন, দান খায়রাত করতেন। ৩০৬

{৩০৬. সহীহ মুসলিম শরীফ, ৪/১৯০৭ পৃ. হা/২৪৫২ , হযরত যায়নাব (رضي الله عنه)-এর ফযিলত অধ্যায়, ইমাম হাকেম, আল-মুস্তাদরাক, ৪/২৬ পৃ. হা/৬৭৭৬, সহীহ ইবনে হিব্বান, হা/৬৬৬৫, ইবনে আছির, জামেউল উসূল, ১১/৩২৯ পৃ. হা/৮৮৯০, মুত্তাকী হিন্দি, কানযুল উম্মাল, ৬/৩৪২ পৃ. হা/১৫৯৫২}


আক্বিদা

ইলমে গায়বের অধিকারি রাসূল (ﷺ) জানতেন যে, তার সম্মানিত বিবিগণের মধ্যে কে সর্বপ্রথম ইন্তিকাল করবেন।

Top