১২. স্বামীকে কষ্ট না দেওয়া স্ত্রীর কর্তব্য
আগেই বলা হয়েছে যে, স্বামীকে সন্তুষ্ট রাখা স্ত্রীর উপর আবশ্যক। স্বামীকে কষ্ট না দেওয়া আদর্শ স্ত্রীর জন্য উচিত।
عن معاذ بن جبل : عن النبي صلى الله عليه و سلم قال لا تؤذي امرأة زوجها في الدنيا إلا قالت زوجته من الحور العين لا تؤذيه قاتلك الله فإنما هو عندك دخيل يوشك أن يفارقك إلينا
হযরত মুয়ায ইবনে জাবাল (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি নবী করিম (ﷺ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন যখনই কোন স্ত্রী তার স্বামীকে কষ্ট দিতে থাকে তখনই (জান্নাতের) ঢাগর চক্ষুবিশিষ্ট হুরদের মধ্যে যে তার স্ত্রী হবে সে বলে, (হে অভাগিনী!) তুমি তাকে কষ্ট দিও না। আল্লাহ তোমাকে ধ্বংস করুন, স্বামী তোমার কাছে মেহমান স্বরূপ কিছুদিনের জন্য আছেন। অচিরেই তিনি তোমাকে ছেড়ে আমাদের কাছে চলে আসবেন। ১৩৮
১৩৮.ইমাম তিরমিযী র. (২৭৯ হি.), সুনানে তিরমিযী, তিনি হাদীসখানাকে হাসান বলেছেন, সূত্র ইমাম ইয়াহিয়া ইবনে শরফ নবভী র. (৬৭৬ হি.) রিয়াদুস সালেহীন, পৃ. ১৪৯ ও মিশকাত; পৃ. ২৮১
أول ما تسأل المرأة يوم القيامة عن صلاتها ، ثم عن بعلها كيف عملت إليه-
হযরত আনাস (رضي الله عنه) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন, কিয়ামতের দিন মহিলাদের নিকট সর্বপ্রথম নামায সম্পর্কে প্রশ্ন করা হবে। তারপর তার স্বামী সম্পর্কে প্রশ্ন করা হবে যে, তার সাথে কেমন আচরণ করেছিলে?১৩৯
১৩৯.আলী ইবনে হুস্সামুদ্দিন র. (৯৭৫ হি.), কানযুল উম্মাল, খণ্ড ১৬, পৃ. ১৬৬