সায়্যিদুনা রাবি‘আহ বিন কা‘ব (رضي الله عنه)'র আক্বিদা


জান্নাত দান করা

সায়্যিদুনা রাবি‘আহ বিন কা‘ব (رضي الله عنه) বলেন, আমি রাসূল (ﷺ)’র খিদমতে রাত্রে তাঁর সাথে ছিলাম। তাঁর ওযূর পানি এবং প্রয়োজনীয় জিনিস পত্র এনে দিলাম। রাসূল (ﷺ) বললেন- سَلْ -‘‘তুমি আমার কাছে কিছু প্রার্থনা কর।’’ আমি প্রার্থনা করলাম যে, 


أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ


-‘‘জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই।’’ 


রাসূল (ﷺ) বললেন: 


قَالَ: أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ: هُوَ ذَاكَ


-‘‘এছাড়া আরো কিছু চাও। তখন আমি বললাম, এতটুকুই যথেষ্ট।’’ ২৭১

{২৭১.

ক. সহীহ মুসলিম শরীফ, ১/৩৫৩ পৃ. হা/৪৮০, পরিচ্ছেদ: بَابُ فَضْلِ السُّجُودِ وَالْحَثِّ عَلَيْهِ

খ. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ১/২৮১ পৃ. হা/৮৯৬, পরিচ্ছেদ: بَاب السُّجُود وفضله}


আক্বিদা

আল্লাহ তা‘আলা তাঁর প্রিয় বন্ধু রাসূলে কারীম (ﷺ) কে পুরো সৃষ্টিজগতের মালিক এবং মুখতার বানিয়েছেন। তিনি যাকে যেটি দিতে চান তা দান করেন। সাহাবায়ে কিরামগণ (رضي الله عنه) রাসূল (ﷺ)’র দরবারে গিয়ে ভিক্ষুক হয়ে নিজেদের প্রয়োজনের কথা ব্যক্ত করতেন, আর উদ্দেশ্য পূর্ণ হত। 


❏আ’লা হযরত, আজিমুল বরকত, ইমামে আহলে সুন্নাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত শাহ আহমদ রেযা খাঁন বেরলভী (رحمة الله) এজন্যই বলেছেন: 


يہ انعام ہے مصطفٰى پر خدا كا

كہ سب كپہ خدا كا ہوا مصطفٰى كا


-‘হযরত মুস্তফা (ﷺ)’র উপর আল্লাহর অনুগ্রহ যে, আল্লাহর সৃষ্টির সবকিছুই মুস্তফা (ﷺ)’র হয়ে গেল।’

Top