কিতাবঃ বিশ্বনবী (ﷺ) এর ইলমে গায়েব
মূলঃ ইমাম জালালুদ্দীন সুয়ুতী (رحمة الله)
প্রুফ রিডিংঃ মাসুম বিল্লাহ সানি, ফাতেমাতুজ জুহরা শাকিলা, সরকার জিলানী, মুহাম্মদ হোসাইন, আব্দুল্লাহ আল কাফি, মুহাম্মদ আরমান হোসাইন
অনুবাদ ও সম্পাদনায়ঃ মাওলানা আবুল খায়ের ইবনে হক
প্রকাশনায়ঃ আল আমিন প্রকাশন
বিয়ানীবাজার, সিলেট।
সূচীপত্রঃ
◼ আব্দুল কায়সের দূতের আগমন
◼ আশআরী গােত্রের আগমন।
◼ হারেছ ইবনে আবদে কেলালের আগমন।
◼ রাফে ইবনে ওমায়য়ের ইসলাম গ্রহণ।
◼ নাজ্জাশীর ইন্তেকালের সংবাদ প্রদান।
◼ মানুষের মনের চিন্তাভাবনা বলে দেয়া।
◼ মুনাফিকদের খবর দেয়া।
◼ আবু দারদার ইসলাম গ্রহণের খবর।
◼ সেই ব্যক্তির খবর, যে পথিমধ্যে বালিকার প্রতি হাত বাড়িয়েছিল।
◼ এক চোরের খবর
◼ সেই মহিলার খবর, যে রােযা রাখত এবং গীবত করত।
◼ রাসুলুল্লাহর (ﷺ) ভবিষ্যদ্বাণী
◼ হীরা বিজিত হওয়ার খবর
◼ পারস্য রাজ ও রােম সম্রাটের বিলুপ্তির খবর।
◼ হযরত ওমর (رضي الله عنه) এর শাহাদতের খবর।
◼ হযরত উসমান (رضي الله عنه) এর শাহাদতের খবর।
◼ হযরত আলী (رضي الله عنه) এর শাহাদতের খবর।
◼ আরব উপদ্বীপে কখনও মূর্তিপূজা না হওয়ার খবর।
◼ওয়ায়েজ কারনী (رضي الله عنه) এর খবর।
◼ রাফে ইবনে খাদীজের শাহাদতের খবর।
◼ হযরত আবু যর (رضي الله عنه) সম্পর্কিত খবর।
◼ উম্মে ওয়ারাকাকে শাহাদতের খবর প্রদান।
◼ আম্মার ইবনে ইয়াসিরের হত্যার খবর।
◼ যায়দ ইবনে আরকামের অন্ধ হওয়ার খবর।
◼ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) এর অবস্থা।
◼ উম্মতের ৭৩ ফির্কা হওয়ার খবর খারেজী।
◼ সম্প্রদায়ের অভ্যুদয়ের খবর।
.
بسم اللّه الرحمن الرحیم
ভুমিকা
নাহমাদুহু অনুসাল্লিয়ালা রাসূলিহিল করিম। বিশ্ব বিখ্যাত বরণ্য আলেমেদ্বীন ইমাম জালালুদ্দীন সুয়ুতী (رحمة الله) তাঁর কিংবদন্তী সিরাত গ্রন্থ “খাসায়েসুল কুবরা”। এ সিরাত গ্রন্থ থেকে রাসূলুল্লাহ (ﷺ) এর ভবিষ্যত সম্পর্কিত অদৃশ্য বক্তব্য গুলােকে একত্রিত করে এ ছােট রেসালার প্রয়াস। রাসূলুল্লাহ (ﷺ) এর সু-মহান ইলম মহান আল্লাহ পাকের প্রদত্ত দান যা পঠনে শ্রবণে ঈমানদার নরনারীর ঈমান উদ্দিপনার খােরাক। বর্তমান সমাজে কতিপয় আবেগ প্রবল ধর্মীয় ব্যক্তি শব্দকে পরিবর্তণ করে জোর পূর্বক মাফাতিহুল গায়েবকে আল্লাহর রাসূল জানেন বলে মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়া হচ্ছে। যা সুন্নি আলেম সমাজকে আহত করা হয়। আমাদের প্রত্যাশা মাফাতিহুল গায়েব এবং মুত্তালিয়ু আলাল গায়েবকে এক অর্থে প্রকাশ না করে সাঠিক অর্থে উপস্থাপন করা হয় । প্রথম সস্করণে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল তা সংশােধন করা হয়েছে। বর্তমান সংস্করণে ইলমে গায়েব সংক্রান্ত মৌলিক কিছু আলােচনার অবতারনা করা হয়েছে। সবসময় চেষ্টা করা হয় ভূল ত্রুটি মুক্ত গ্রন্থ প্রকাশ করা ,তার পর ও কিছু ভূল থেকে যায় ।যদি কার ছােখে কোন ত্রুটি বিচ্যুতি প্রকাশ পায় তাহলে আমাদেরকে জানিয়ে দিলে তা সংশােধন করার চেষ্টা করব।
মােঃ আবুল খায়ের ইবনে মাহতাবুল হক
ইটাউরী, বড়লেখা, মৌলভীবাজার।