হযরত মায়মূনা (رضي الله عنه)-এর ইন্তেকালের খবর


হাদিস ৬৫:


اخرج ابن أبي شيبة والبيهقي، عن يزيد بن الأصم قال: ثقلت ميمونة بمكة، فقالت: أخرجوني من مكة، فإني لا أموت بها إن رسول الله صلى الله عليه وسلم أخبرني أن لا أموت بمكة، فحملوها حتى أتوا بها سرف إلى الشجرة التي بنى بها النبي صلى الله عليه وسلم تحتها فماتت .


ইয়াযীদ ইবনূল আসিম বর্ণনা করেন, হযরত মায়মূনা (رضي الله عنه) মক্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তিনি বললেনঃ আমাকে মক্কার বাইরে নিয়ে যাও। মক্কায় আমার মৃত্যু হবে না। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেছেন যে, আমি মক্কায় মরব না। সুতরাং লােকেরা তাকে বহন করে “সরফ” নামক স্থানে সেই বৃক্ষের কাছে নিয়ে গেল, যার নীচে রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিয়ে করে এনেছিলেন। সেখানেই তার ইন্তেকাল হয়।


Top