❏ বিষয় নং- ২: আল্লাহ তা‘য়ালার গায়বের ইলম স্বত্ত্বাগত:
দেওবন্দী এবং লা-মাযহাবী গুরুদের আক্বিদা হল: আল্লাহর শান হল যখন তিনি চান গায়ব অনুসন্ধান করে নেন। ➥16
১৬. বাতিলপন্থীদের এ ধরনের বক্তব্যের উদাহরণ দেখতে গ্রন্থাকার (رحمة الله) এর ‘ওহাবী মাযহাবের হাকিকত’ দেখুন।
আহলে সুন্নাত ওয়াত জামাতের আক্বিদা হল মহান আল্লাহর ইলম জাতি বা স্বত্ত্বাগত। তিনি কারো কাছ থেকে অনুসরণ করেন না।
পবিত্র কুরআনে মহান আল্লাহর ইরশাদ-
هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ
-“তিনিই আল্লাহ যিনি ব্যতীত কোন মাবুদ নেই, সব ধরনের দৃশ্য ও অদৃশ্যের ব্যাপারে জানেন, তিনিই বড় দয়াবান, মেহেরবান।”(সূরা হাশর, ২৮ পারা, ৬ রুকু, আয়াত নং-২২)
عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيرُ الْمُتَعَالِ
-“তিনি (মহান রব) প্রত্যেক দৃশ্য ও অদৃশ্যের ব্যাপারে জানেন, সর্বোচ্চ মর্যাদাবান।” (সূরা রাদ, ১৩ পারা, ৮ রুকু, আয়াত নং-৯)
إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
-“নিশ্চয়ই, আপনিই সব অদৃশ্যকে ভালভাবেই জানেন।” (সূরা মায়েদা, ৭ পারা, ৫ রুকু, আয়াত নং-১০৯)
সম্মানিত পাঠক! অনুসন্ধান এমন কারো কাছ থেকে করা হয়, যাঁর কাছে স্বত্ত্বাগত জ্ঞান আছে। তিনি কারো কাছ থেকে অনুসন্ধান করেন না।
“অনুসন্ধান করেন’ দ্বারা বুঝা গেল তাঁর স্বত্ত্বাগত ইলম নেই, আল্লাহ তা‘য়ালার ইলমে গায়েবের ব্যাপারে অনুসন্ধান করার আক্বিদা স্পষ্টত কুফর। কুরআন ও হাদীসের সাথে সরাসরি দুশমনি করা।
সুতরাং প্রমাণিত হল, দেওবন্দী এবং লা-মাযহাবীরা আহলে সুন্নাত ওয়াত জাম‘আত নয়। ➥17
টিকা━━━━━━━━━━━━━━━━━━━━
১৭.
ওয়াহাবীদের ইমাম মুহাম্মদ ইসমাঈল কতীল (দেহলভী) লেখেছে-
سو اس طرح غيب كا در يافت كرنا اپنے اختيار ميں هو كہ جب چا ہےكرتيبے - يہ الله صاحب ہے كى شان ہے
-‘‘এ ধরনের ইলমে গায়বের অনুসন্ধান করা তাকে স্বীয় ইচ্ছাধীন রেখেছেন, যে যখন চাইবেন করবেন, এটি আল্লাহ সাহেবের শান।’’ (তাকবীয়াতুল ঈমান, ২০ পৃষ্ঠা)