□ জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত আছে যাতে মু'মিন বান্দা আল্লাহ্'র নিকট যে কোন মঙ্গল চায়, অবশ্যই আল্লাহ্ তা দান করে।
...এর ব্যাখ্যা কী?
❏ দরসে হাদীসঃ [হাদীস নং- (১২৭৬)]
○ অধ্যায়ঃ [জুমু'আহ্'র বিবরণ]
[ﻭﻋﻦ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﷺ ﺍﻥ ﻓﻰ ﺍﻟﺠﻤﻌﺔ ﻟﺴﺎﻋﺔ ﻻ ﻳﻮﺍﻓﻘﻬﺎ ﻋﺒﺪ ﻣﺴﻠﻢ ﻳﺴﺄﻝ ﺍﻟﻠﻪ ﻓﻴﻬﺎ ﺧﻴﺮﺍ ﺍﻻ ﺍﻋﻄﺎﻩ ﺍﻳﺎﻩ - ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ ﻭﺯﺍﺩ ﻣﺴﻠﻢ ﻗﺎﻝ ﻭﻫﻰ ﺳﺎﻋﺔ ﺧﻔﻴﻔﺔ ﻭﻓﻰ ﺭﻭﺍﻳﺔ ﻟﻬﻤﺎ ﻗﺎﻝ ﺍﻥ ﻓﻰ ﺍﻟﺠﻤﻌﺔ ﻟﺴﺎﻋﺔ ﻻ ﻳﻮﺍﻓﻘﻬﺎ ﻣﺴﻠﻢ ﻗﺂﺋﻢ ﻳﺼﻠﻰ ﻳﺴﺄﻝ ﺍﻟﻠﻪ ﺧﻴﺮﺍ ﺍﻻ ﺍﻋﻄﺎﻩ ﺍﻳﺎﻩ .]
তারই (আবূ হুরাইরা [ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻪ]) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীম [ﷺ] এরশাদ করেনঃ
"জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত আছে যা মু'মিন বান্দা পেয়ে তাতে আল্লাহ্'র নিকট যে কোন মঙ্গল চায়, তবে অবশ্যই আল্লাহ্ তাকে তা দান করেন।" (টীকাঃ ১) [বোখারী, মুসলিম]
ইমাম মুসলিম এতটুকু বর্ধিত করেছেন-- 'সেটা ক্ষুদ্র মুহূর্ত' তাঁদের (বোখারী ও মুসলিম) অপর এক বর্ণনায় আছে-- তিনি বলেছেন, 'নিশ্চয় জুমু'আহ্'য় এমন এক মুহূর্ত আছে, যাকে মুসলমান পেয়ে দাঁড়িয়ে নামায পড়ে, আল্লাহ্'র নিকট মঙ্গল কামনা করে, তবে আল্লাহ্ তাকে অবশ্যই তা দান করেন। (টীকাঃ ২)
□ উক্ত হাদীস শরীফের ব্যাখায় বলা হয়েছেঃ
___
◇ টীকাঃ ১.
অর্থাৎ ওই মুহূর্ত দো'আ ক্ববূল হওয়ারই। রাতের বেলায় প্রতিদিন ওই মুহূর্তটি রয়েছে, কিন্তু দিনগুলোর মধ্যে জুমু'আহ্'র দিনে। তাও নিশ্চিতভাবে জ্ঞাত নয় যে, মুহূর্তটি কখন। খুব সম্ভব মুহূর্তটি দু'খোৎবার মধ্যবর্তী অথবা মাগরিবের কিছু পূর্বে।
◇ টীকাঃ ২.
অর্থাৎ ওই মুহূর্তে মুসলমানদের দো'আ ক্ববূল হয়, কাফিরের নয়। নামাযী পরহেযগারের দো'আ ক্ববূল হয়, ফাসিক্ব ও ওই পাপীদের নয়, যারা জুমু'আহ্ পর্যন্ত পড়ে না। শুধু দো'আগুলোর উপরই জোর দেয়। ﻳﺼﻠﻰ (নামায পড়ে) -এর মধ্যে এদিকেই ইঙ্গিত রয়েছে। অন্যথায় নামাযরত অবস্থায় দো'আ-প্রার্থনা কীভাবে করা হবে?
● পবিত্র হাদীস শরীফ এর ব্যাখ্যা সম্বলিত টীকা পেতে সার্চ করুনঃ
f/Ishq-E-Mustafa ﷺ
[সূত্রঃ মিরআতুল মানাজীহ শরহে মিশকাতুল মাসাবীহ, কৃত- মুফতী আহমদ ইয়ার খান নঈমী আশরাফী বদায়ূনী, বঙ্গানুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, ২য় খন্ড, পৃ. ৩৮১, হাদীস নং-১২৭৬ এর টীকাঃ ৯,১০ দ্রব্যষ্ট, প্রকাশনায়ঃ ইমাম আহমদ রেযা রিসার্চ একাডেমী, চট্টগ্রাম।