ভিক্ষা করার বর্ণনা



মাসআলাঃ যার কাছে আজকের খাবার আছে বা সুস্থ উপার্জন করতে সক্ষম তার জন্য আহার করার জন্য ভিক্ষা করা হালাল নয়। চাওয়া ব্যতীত কেউ নিজের পক্ষ থেকে দিলে নেয়া জায়েয আছে। আর তার কাছে খাবার আছে কিন্তু কাপড় নেই তাহলে কাপড়ের জন্য ভিক্ষা করতে পারবে। তবে যদি জিহাদ বা শিক্ষার্থী, ধর্মীয় জ্ঞান অর্জনে লিপ্ত থাকে তাহলে সুস্থ ও উপার্জনে সক্ষম হলেও ভিক্ষার অনুমতি আছে।


মাসআলাঃ যে ব্যক্তির ভিক্ষা করা জায়েয নেই, তার চাওয়ার পরিপ্রেক্ষিতে দেয়াও নাজায়েয, দানকারীও গুনাহগার। ২৩৩

 ➥২৩৩. দুররে মুখতার, বাহারে শরীয়ত, ক্বানোনে শরীয়ত।


ভিক্ষা করা নিন্দনীয়ঃ


মাসআলাঃ ভিক্ষা করা খুবই অপমানজনক বিষয়, বিনা প্রয়োজনে ভিক্ষা করবেনা। হাদীস সমূহ দ্বারা প্রমাণিত আছে যে, বিনা প্রয়োজনে ভিক্ষা করা হারাম। ভিক্ষুক হারাম খায়। মুসলিম, আবু দাউদ, নাসাঈ ইত্যাদি হাদীস গ্রন্থে উল্লেখ আছে যে, রসূল (ﷺ) ইরশাদ করেছেন- যে ব্যক্তি ভিক্ষা করা থেকে বাঁচতে চাইবে আল্লাহ্ তায়ালা তাকে রক্ষা করবেন।


হাদীস শরীফে আরো বলেছেন- যে বান্দা ভিক্ষা করার দরজা খুলবে, আল্লাহ্ তায়ালা তার জন্য অভাবের দরজা খুলে দিবেন।

Top