১০- بَابُ مَا جَاءَ فِي فَضْلِ خَدِيْجَةَ
٣٧٨- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ يَحْيَىٰ بْنِ سَعِيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: بُشِّرَتْ خَدِيْجَةُ بِبَيْتٍ فِي الْـجَنَّةِ، لَا صَخَبَ فِيْهَا وَلَا نَصَبَ.
বাব নং ১৯২. ১০. হযরত খাদীজা (رضي الله عنه)’র ফযীলত
৩৭৮. অনুবাদ: ইমাম আবু হানিফা ইয়াহিয়া ইবনে সাঈদ থেকে, তিনি আনাস ইবনে মালিক (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, হযরত খাদিজা (رضي الله عنه)কে বেহেস্তে এমন ঘরের সুসংবাদ দেয়া হয়েছে যাতে কোন শোরগোল থাকবেনা এবং কোন দুঃখ-কষ্টও থাকবেনা।
(মুসলিম, ৭/১৩৩/৬৪২৬)
ব্যাখ্যা: হযরত খাদীজা (رضي الله عنه) প্রথমে ইবনে হালা ইবনে মুবারাহ’র বিবাহে ছিলেন, এরপর আতিক ইবনে আয়িযের সাথে অতঃপর নবী করমি (ﷺ) ’র পবিত্র স্ত্রী হওয়ার গৌরব অর্জন করেন। হযরত খাদীজা (رضي الله عنه)’র বয়স যখন চলিশ বছর তখন রাসূল (ﷺ) ’র বয়স হয়েছিল পঁচিশ বছর। খাদীজা (رضي الله عنه) ছিলেন তাঁর প্রথম স্ত্রী এবং তার জীবদ্দশায় তিনি দ্বিতীয় কোন বিবাহ করেননি। হযরত ইব্রাহীম ব্যতীত রাসূল (ﷺ) ’র সকল সন্তান তার গর্ভাজাত ছিল। হিজরতে পাঁচ, চার বা তিন বছর পূর্বে পঁয়ষট্টি বছর বয়সে ইন্তেকাল করেন। পঁচিশ বছর যাবৎ তিনি রাসূল (ﷺ) ’র সাহচর্যে জীবিত ছিলেন। মহিলাদের মধ্যে তিনিই সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ছিলেন।