পুরুষ পুরুষকে দেখার বর্ণনা
মাসআলাঃ একজন পুরুষ আরেকজন পুরুষের সমস্ত শরীর দেখতে পারবে, শুধু নাভী থেকে হাটু পর্যন্ত অংশ সতরের অন্তর্ভূক্ত। উহা দেখা জায়েয নেই। দাড়ি বিহীন সুন্দর বালকেরও এ হুকুম যখন উত্তেজনা থেকে নিরাপদ থাকবে। নাভী সতরের অন্তর্ভূক্ত নয় তবে হাটু সতরের অন্তর্ভূক্ত। কেননা পুরুষ ইহরাম অবস্থায় ব্যতীত একই তহবন্দে রাস্তায় চলে। এতে বুঝা গেল যে, পুরুষের শরীর দেখা জায়েয আছে।
মহিলা পুরুষের এতটুকু অংশ দেখা জায়েয যা অপর পুরুষ দেখতে পারবে। যদি মন্দ খেয়াল থেকে নিরাপদ থাকে। এ জন্য যে, যে অংশ সতরের অন্তর্ভূক্ত নয় তা জায়েয হওয়ার ক্ষেত্রে এক বরাবরে। ২৪১
➥২৪১. ফিকহে হানাফী, ৩য় খণ্ড, ৩৭৮পৃষ্ঠা।