দ্বাচত্বারিংশ অধ্যায়
রােগী দেখার সুন্নাত
১। রাসুলুল্লাহ ﷺ বলেছেন , অসুস্থ ব্যক্তির শয্যা পাশে হাজির হও এবং তার দ্বারা দোয়া করাও । কারণ অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয় এবং তার গােনাহ মাফ হয়ে যায় ।
( তাবরানী )
২। রাসুলুল্লাহ ﷺ বলেছেন , কোন মুসলমান যদি অন্য মুসলমান রােগীর সেবা শুশ্র “ ষা বা খবরবার্তা নেওয়ার জন্য সকালে যায় , তাহলে সকাল হতে সন্ধ্যা পর্যন্ত সারাদিন তার জন্য সত্তর হাজার ফেরেশতা দোয়া করতে থাকে । আর যদি সন্ধ্যায় যায় , তাহলে সারারাত সত্তর হাজার ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে ।
( তিরমিযী শরীফ , আবু দাউদ শরীফ )
৩। রাসুলুল্লাহ ﷺ বলেছেন- তােমরা যখন অসুস্থের পাশে যাও, তখন তার হায়াত বৃদ্ধির জন্য দোয়া করবে । এতে তার মনে সান্তনা আসবে ।
( তিরমিযী শরীফ )
৪। রােগীর কাছ থেকে তাড়াতাড়ি ফিরে আসা সুন্নাত। যাতে বেশীক্ষণ তার নিকট বসে থাকার কারণে কষ্ট না হয় এবং তার বাড়ির লােকজনের কাজের কোন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত ।
( মিশকাত শরীফ )
৫। রাতে রােগীকে দেখতে যাওয়াতে কোন অসুবিধা নেই ।
৬। যখন রােগী দেখতে যাবে তখন নুির দোয়া পড়া-
لا بأس طهور إن شاء الله.
উচ্চারণঃ- লা বা`সা ত্বহুরা ইন শাা আল্লাহ।
( বুখারী শরীফ , হাদীস -৩৩৪৭ )
৭। অতঃপর তাঁর সুস্থতার জন্য নুির দোয়া সাত বার পড়া সুন্নাত ।
أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك.
উচ্চারণঃ- আসআলুল্লাহুল আযিমু রাব্বিল আ'রাশিল আযিমি ইন ইয়াশফিকা।
( আবু দাউদ শরীফ , হাদীস -২৭০০ )
ফজীলতঃ- রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কোন রােগীর কাছে যেয়ে সাতবার নিম্নের দোয়া পড়লে তার আরােগ্য লাভ হবে । যদি তার মৃত্যু না আসে ।
( আবু দাউদ শরীফ , হাদীস নং -২৭০০ )
৮। রােগীর হাঁটুর পাশে বসবে, মাথার দিকে নয়।
৯। রােগীর হাতে বা কপালে হাত রেখে এই দোয়া পাঠ করা সুন্নাত।
أذهب البأس رب الناس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يقار سقما.
উচ্চারণঃ- ইযহাবিল বা`সা রাব্বিন নাাসি ইশফি আনতা শাাফি লা শিফা ইল্লা শিফাাউকা শিফাা লাা ইউক্বুরাা সিক্বামাা।
( বুখারী শরীফ , হাদীস নং -৫২৪৩ )
১০। রােগী কিছু খেতে চাইলে এবং সেটা তার জন্য ক্ষতিকর না হলে রাসুলুল্লাহ ﷺ তাকে তা দিতে বলেছেন । তবে রােগীকে কোন কিছু খাওয়ার জন্য পিড়াপিড়ি করা ঠিক নয় ।
( হিসনে হাসীন )
১১। কোন রােগীকে দেখলে এ দোয়া পাঠ করা ।
الحمد لله الذي عافاني مما به ابتلاك وفضلني على كثير ممن خلق تفضيلا.
উচ্চারণঃ- আলহামদুলিল্লাহিল্লাযি আা'ফাানি মিম্মা বিহি ইবতিলাকি ওয়া ফাদ্দালানি আ'লা কাছিরিম মিম্মান খালাক্বা তাফদ্বিলাা।
ফজীলতঃ- রাসুলুল্লাহ ﷺ বলেছেন, কেউ কোন রােগীকে দেখে নিম্নের দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা তাকে ঐ রােগ থেকে হেফাজত করবেন ।
( তিরমিযী শরীফ , হাদীস -৩৩৫৩ )