শহীদদের বর্ণনা
মাসআলাঃ যে প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্কধারী, মুসলমান ও পবিত্র ব্যক্তি, কোন শত্রু, কাফির অথবা ডাকাতের সাথে মোকাবেলা করার সময় কিংবা মোকাবেলা ছাড়াই ধারালো অস্ত্র দ্বারা অথবা অন্য কোন ভাবে, যেমন তার উপর দেয়াল ভেঙ্গে দিয়ে অথবা পানিতে ডুবিয়ে দিয়ে বা অন্যান্য ভাবে যাকে নিহত করা হয়েছে, তাকে পূর্ণ শহীদ বলে। ২১৫
➥২১৫. আলমগীরী।
মাসআলাঃ পিতা তার পুত্রকে হত্যা করলে ক্বেছাছ ওয়াজিব হয় না। তবে তাকে শহীদ বলা হবে। কারণ এই যে, এক্ষেত্রেও ক্বেছাছ ওয়াজিব ছিল। কিন্তু পিতার সম্মানার্থে ক্বেছাছ রহিত হয়েছে। শাহাদত রহিত হয়নি।২১৬
➥২১৬. দুররে মুখতার, ফতোয়ায়ে শামী।
মাসআলাঃ একসীডেন্টে (দুর্ঘটনায়) নিহত লোক পরকালে শহীদ বিবেচিত, দুনিয়াবী বিধানের ক্ষেত্রে ধর্তব্য নয়। কেননা যে শহীদের জন্য দুনিয়াবী বিধান পরিবর্তন হয়, উহার সংজ্ঞা তার উপর প্রযোজ্য হয় না।
মাসআলাঃ শরয়ী শহীদকে গোসল দেয়া যাবে না।
মাসআলাঃ ভীড়ে নিপতিত হয়ে মৃত্যুবরণকারী ব্যক্তি হুকমান (হুকুমের দৃষ্টিতে) শহীদ, তবে তাকে গোসল, কাফন ইত্যাদি দিতে হবে।