অভিশপ্ত ইয়াজিদের প্রতি হযরত দাতা গঞ্জে বখশ লাহোরী (رحمة الله) এর লানত


হযরত দাতা গঞ্জে বখশ লাহোরী (رحمة الله)'র বদদো'আ- এজিদের উপর আল্লাহর গযব হোক, লা'নত হোক, লাঞ্ছনা হোক, এ অভিশপ্তকে ধ্বংস করুন, তাঁর মহাসম্মানিত পিতা (সাহাবী-এ রসূল হযরত আমীরে মু'আবিয়া রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুকে নয়)


হযরত দাতা গঞ্জে বখশ (رحمة الله) রচিত বিখ্যাত গ্রন্থ কাশফুল মাহজুব এর (উর্দূ তরজমা)'র ১৮৬  পৃষ্ঠার বর্ণনা।


যুগশ্রেষ্ঠ ওলিয়ে কামিল যাকে অভিসম্পাত করে, কোন মু'মিন কখনো এ ঘৃণ্য জালিমের প্রতি ভালো ধারণা করতে পারে না। আল্লাহ তা'আলা আমাদেরকে আহলে বায়তে রসূল (সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়াসাল্লাম)'র পরিপূর্ণ  আদব ও মুহাব্বত নসীব করুন।


ইয়াজিদ বদর যুদ্ধে তার দাদাকে হত্যার প্রতিশোধ হিসাবে ইমাম হুসাইন (আঃ) কে শহীদ করলঃ


সুনান ইস্পাহানীর মধ্যে স্পষ্ট হাদীস।


হযরত জাবের (رضي الله عنه) হতে বর্ণিত। কোন মুসলমান কলেমা পড়ার পরে যদি সে আহলে বাইয়াত কে ভালো না বাসে রাসূল (ﷺ) বলেন তাকে আমিও ভালবাসবনা এবং তার উপর আল্লাহর লানত। 


ইয়াজিদ বদর যুদ্ধে তার দাদাকে হত্যার প্রতিশোধ হিসাবে ইমাম হুসাইন (আঃ) কে শহীদ করলঃ


▶ইয়াজিদ লানাতুল্লাহি বলেছিল,

আজকে আমি হুসাইন (আঃ) কে কতল করে বদর যুদ্ধের প্রতিশোধ নিলাম ( নাউজুবিল্লাহ)  যে যুদ্ধে আমার দাদা কে রাসুলুল্লাহ (ﷺ) কতল করেছিলেন আজকে তার বদলা নিলাম (নাউজুবিল্লাহ) 

▪ রুহুল মাআনি  ২৫ তম খন্ড এবারত দেওয়া আছে। 


▶শুধু তা নয় এই ইয়াজিদের হুকুমে, 

মদীনা শরীফেও হামলা করেছিল। কি ভাবে একজন মুসলমান তার ইমানের উপর হামলা করতে পারে? অনেক সাহাবী শত শত হাফেজে কুরআনকে শহীদ করল। 

▪ ইমাম ইবনে কাসীসের আল-বেদায়া ওয়ান নেহায়ার বাংলা পৃঃটায় দেখুন, আরবীতেও এবারত আছে। 

তার পরেও কি আমরা তাকে মুসলমান বলতে পারি।

Top