সায়্যিদুনা আবূ বারযাহ রাদ্বিয়াল্লাহু আনহুর আক্বিদা
সৃষ্টি জগত থেকে উপকার অর্জন করাঃ-
❏সায়্যিদুনা আবূ বারযাহ্ (رضي الله عنه) বলেন, আমি আরয করলাম-
يَا نَبِيَّ اللهِ عَلِّمْنِي شَيْئًا أَنْتَفِعُ بِهِ
-‘‘হে রাসূল (ﷺ), আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা দ্বারা উপকার অর্জন করতে পারবো।’’ রাসূল (ﷺ) তাকে বললেন,
اعْزِلِ الْأَذَى، عَنْ طَرِيقِ الْمُسْلِمِينَ
-‘‘মুসলমানদের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে নাও।’’ ২৭৫
{২৭৫. সহীহ মুসলিম, ৪/২০২১ পৃ. হা/২৬১৮, পরিচ্ছেদ: بَابُ فَضْلِ إِزَالَةِ الْأَذَى عَنِ الطَّرِيقِ, খতিব তিবরিযি, মিশকাত, ১/৫৯৫ পৃ. হা/১৯০৬, ইমাম আহমদ, আল-মুসনাদ, ৩৩/১৪ পৃ. হা/১৯৭৬৮, বায়হাকী, শুয়াবুল ঈমান, ১৩/৪৮৪ পৃ. হা/১০৬৫১, মুসনাদে বাযযার, হা/৩৮৪৩}
আক্বিদা
আল্লাহর সৃষ্টি থেকে উপকার নেয়া শিরক নয়, যদি শিরক হতো তবে রাসূল (ﷺ) তাকে নিষেধ করতেন এবং তাকে এ ব্যাপারে শিক্ষা দিতেন না।