৪- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنْ خَشَاشِ الْأَرْضِ
٣٩٧- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، نُهِيْنَا عَنْ خَشَاشِ الْأَرْضِ.
বাব নং ২০১.৪. মাটির কীট-পতঙ্গ খাওয়া নিষিদ্ধ
৩৯৭.অনুবাদ: ইমাম আবু হানিফা নাফে থেকে, তিনি ইবনে ওমর (رضي الله عنه) থেকে, তিনি বলেন, আমাদেরকে মাটির পোকা মাকড় (খেতে) নিষেধ করেছেন।
(মা’রিফাতুস সাহাবা, ৭/৬৪/২১৬৪)
ব্যাখ্যা: এগুলো হারাম হওয়ার কারণ হলো এগুলো নাপাক, তাই মাটির যাবতীয় পোকা-মাকড়, কীট-পতঙ্গ খাওয়া হারাম।
٣٩٨- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ أَبِي الزُّبَيْرِ الْـمَكِّيِّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : مَنْ قَتَلَ ضُفْدَعًا، فَعَلَيْهِ شَاةٌ مُحْرِمًا كَانَ أَوْ حَلَالًا .
৩৯৮. অনুবাদ: ইমাম আবু হানিফা আবু যুবাইর থেকে, তিনি জাবির ইবনে আব্দুল্লাহ (رضي الله عنه) থেকে, তিনি বলেন, রাসূল (ﷺ) এরশাদ করেন, যে ব্যক্তি ব্যাঙ হত্যা করে তার উপর একটি বকরী ওয়াজিব হবে। চাই সে মুহরিম হোক কিংবা হালাল অবস্থায় হোক।
ব্যাখ্যা: আবু দাউদ তায়ালুসী স্বীয় মুসনদে এবং আবু দাউদ স্বীয় সুনানে এভাবে ইমাম নাসাঈ ও হাকেম আব্দুর রহমান ইবনে ওসমান থেকে বর্ণিত হাদিসে আছে, একজন ডাক্তার রাসূল (ﷺ) ’র কাছে ঔষধের জন্য ব্যাঙের ব্যবহার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তাকে ব্যাঙ হত্যা করতে নিষেধ করেছেন। যেহেতু এর গোশত খাওয়া হারাম তাই এগুলোকে হত্যা করা নিষেধ।