সায়্যিদুনা জুবাইর বিন মুতঈম (رضي الله عنه)'র আক্বিদা


প্রিয় নবী মুহাম্মাদ (ﷺ) বড় শানদারঃ-

সায়্যিদুনা জুবাইর বিন মুতঈম (رضي الله عنه) বর্ণনা করেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, আমার অনেকগুলো নাম রয়েছে, আমি মুহাম্মাদ (ﷺ), আমি আহমদ (ﷺ), আমি মাহি (ﷺ)। আমার কারণে আল্লাহ তা‘আলা কুফরী মিঠিয়ে দিয়েছেন। আমি হাযির (উপস্থিত), মানুষের হাশর আমার কদমের নিকটই হবে। আমি আক্বিব, আক্বিব তিনিই হন যার পর আর কোন নাবী নেই।


وَقَدْ سَمَّاهُ اللهُ رَءُوفًا رَحِيمًا


-‘‘নিঃসন্দেহে আল্লাহ তা‘আলা তাঁর নাম রেখেছেন রাউফুর রাহিম।’’  ২৫১

{২৫১. ২৫১.সহীহ মুসলিম শরীফ, ৪/১৮২৮ পৃ. হা/২৩৫৪, পরিচ্ছেদ:بَابٌ فِي أَسْمَائِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , রাসূল (ﷺ) নাম মুবারক অধ্যায়, বায়হাকী, শুয়াবুল ঈমান, ২/৫২৩ পৃ. হা/১৩৩৪, সহীহ ইবনে হিব্বান, ১৪/২১৯ পৃ. হা/৬৩১৩, ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ২/১২১ পৃ. হা/১৫২৫}


আক্বিদা

নাবী পাক (ﷺ)’র প্রশংসা কখনো বন্ধ হবে না। কেননা, মুহাম্মদ মানে হলঃ


اَلَّذِى يُحْمَدُ حَمْدًا بَعْدَ حَمْدٍ


-‘‘(মুহাম্মাদ মানে) বারবার যাঁর প্রশংসা করা হয়।’’ 

(ইমাম কাস্তাল্লানী, মাওয়াহিবুল্লা দুন্নিয়্যাহ, ৬/২১পৃ.) 


মুসলিম শরীফের ব্যাখ্যাকার আল্লামা আবু মালিকি (رحمة الله) বলেন, যার মধ্যে প্রশংসনীয় অভ্যাস পরিপূর্ণ, তাকেই মুহাম্মাদ বলা হয়। 


মোল্লা আলী ক্বারী (رحمة الله) বলেন, مُحَمَّدٌ শব্দটি مبالغه এর সিগাহ। সাধারণত মুবালাগার চাহিদা হল যার বারবার অধিক হারে প্রশংসা করা হয়। 

এটাও বুঝা গেল যে, কিয়ামাত দিবসে হুযূর পুর নূর (ﷺ)’র কদমে সবাই একত্রিত হবে। আর সবাই তাঁরই আশা রাখবে। তিনি খাতামুন্নাবী, তাঁর পরে আর কোন নাবী আসবেন না।


Top