৬১ - بَابُ مَا جَاءَ فِيْ التَّسْبِيْحِ لِلرِّجَالِ وَالتَّصْفِيْقِ لِلنِّسَاءِ

১৬৪ - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ، أَنَّ رَسُوْلَ اللهِ  سَنَّ فِي الصَّلَاةِ إِذَا نَابَهُمْ فِيْهِ شَيْءٌ: اَلتَّسْبِيْحَ لِلرَّجُلِ، وَالتَّصْفِيْقَ لِلنِّسَاءِ.


বাব নং ৭৩. ৬১. নামাযে ভুল প্রকাশ করার জন্য পুরুষের তাসবীহ এবং মহিলাদের হাতে তালি দেওয়া


১৬৪. অনুবাদ: ইমাম আবু হানিফা নাফে থেকে, তিনি ইবনে ওমর (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ)  নামাযের মধ্যে এই পদ্ধতি শিক্ষা দিয়েছেন যে, যখন তাদের (মুক্তাদীদের) নামাযে কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হয়, (যার উপর ইমামকে লোকমা দিতে হয়) তা হলে পুরুষরা তাসবীহ তথা সুবহানাল্লাহ বলবে আর মহিলারা হাতের উপর হাত রেখে আওয়ায দিবে। (আল মু’জামুল কবীর, ৬/১৩৮/৫৭৬৫)

ব্যাখ্যা: মহিলাদের জন্য উচ্চস্বরে আওয়ায করে তাসবীহ বলা এই জন্য নিষেধ করা হয়েছে, যাতে তাদের আওয়ায অন্য পুরুষ শুনতে না পায়। তাই কোন কোন আলিমের মতে মহিলাদের কণ্ঠস্বরও সতরের মধ্যে গণ্য।

Top