২- بَابُ مَا جَاءَ فِي فَضْلِ الشَّيْخَيْنِ

٣٦٥- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنِ ابْنِ مَسْعُوْدٍ ، قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ : اقْتَدُوْا بِاللَّذِيْنَ مِنْ بَعْدِيْ: أَبُوْ بَكْرٍ وَعُمَرُ  .


বাব নং, ১৮৪. ২. হযরত আবু বকর ও হযরত ওমর (رضي الله عنه)’র ফযীলত:


৩৬৫.অনুবাদ: ইমাম আবু হানিফা সালমা থেকে, তিনি আবু যা‘রা থেকে, তিনি ইবনে মাসউদ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  এরশাদ করেন, তোমরা আমার (ইন্তেকালের) পর আবু বকর ও ওমর (رضي الله عنه)’র অনুসরণ করবে। 

(আল মু’জামুল আওসাত, ৪/১৪০/৩৮১৬)


ব্যাখ্যা: রাসূল (ﷺ)  বিভিন্ন হাদিসে তার ইন্তেকালের পরে চার খলীফার অনুসরণ করতে উম্মতকে নির্দেশ দিয়েছেন। তবে উপরোক্ত হাদিসে দুই সম্মানিত সাহাবী হযরত আবু বকর ও ওমর (رضي الله عنه) কে বিশেষ বৈশিষ্ট্য দ্বারা ভূষিত করেছেন এবং তাঁদের অনুসরণকে জোর দিয়েছেন, কারণ এরা দু’জনের মর্যাদা মূলত অন্যান্যদের চেয়ে বেশী।
Top