সায়্যিদুনা যারে‘ঈন (رضي الله عنه)'র আক্বিদা


হাত ও পা চুম্বন করা

সায়্যিদুনা যারে‘ঈন ইবনু আমির ইবনু কায়স (رضي الله عنه) বর্ণনা করেন যে, তিনি আবদুল ক্বায়স গোত্রের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন। আমরা যখন মাদিনা মুনাওয়ারার মধ্যে পৌঁছলাম তখন বাহন থেকে নামার জন্য তাড়াহুড়া করেছি-


فَنُقَبِّلُ يَدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِجْلَهُ


-‘‘অতঃপর (নেমে) আমরা রাসূল (ﷺ)’র হাত ও পা মুবারকে চুম্বন করলাম।’’ ২৬২

{২৬২.

ক. আবু দাউদ শরীফ, ৪/৩৫৭ পৃ. হা/৫২২৫, পরিচ্ছেদ: بَابٌ فِي قُبْلَةِ الرِّجْلِ

খ. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৩২৮ পৃ. হা/৪৬৮৮, পরিচ্ছেদ: بَاب المصافحة والمعانقة 

গ. ইমাম নববী, কিতাবুল আযকার, পৃ. ২৩৪। 

ঘ. ইমাম ইবনে হাজার আসকালানী, ফতহুল বারী, ১১/৫৭ পৃ.। তিনি হাদিসটি উল্লেখ করে বলেন- وَسَنَدُهُ قَوِيٌّ-‘‘এই সনদটি শক্তিশালী।’’

ঙ. মোবারকপুরী, তুহফাতুল আহওয়াজী, ৭/৪৩৭ পৃ. 

তিনি হাদিসটি উল্লেখ করে বলেন- جَيِّدِ-‘‘এই সনদটি শক্তিশালী।’’}

 

আক্বিদা

বুযুর্গদের হাত এবং পা চুম্বন করা সাহাবায়ে কিরামগণের সুন্নাত, আর এটি সম্পূর্ণ একটি বৈধ কাজ। ২৬৩

{২৬৩. অথচ আমাদের এক শ্রেণীর লোক দলিল বিহীন এ কাজকে ছোট শিরক, বিদ‘আত এবং হিন্দুয়ানী কর্ম বলে ফাতওয়া দিচ্ছেন। এ বিষয়ে আরও হাদিসে পাক জানতে আমার লিখিত ‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’ ১ম খণ্ড দেখুন।}


Top