মহিলাদের ক্ষেত্রে স্বতন্ত্রভাবে জামাতের হুকুম
মাসআলাঃ কেবলমাত্র মহিলাদের ক্ষেত্রে স্বতন্ত্রভাবে জামাতে নামাজ আদায় করা মাকরূহে তাহরীমি। ৮৭
➥৮৭. দুররে মুখতার, পৃষ্ঠা-৫৬৫
ويكره تحريما جماعت النساء ، عنديہ ميں ہے ، ويكره امامة المرأة للنساء فى الصلوة كلها من الفرائض والنوافل الافى صلوة الجنازة، كذا فى النهايه .
যদিওবা মহিলারা জামাতে নামাজ আদায় করতে চায়, তাহলে ইমামতির ক্ষেত্রে মহিলা ইমাম কাতারের মধ্যে দাঁড়াবে, পুরুষদের ন্যায় কাতারের সামনে দাঁড়াবে না। আর যদি পুরুষদের ন্যায় মহিলা ইমাম কাতারের সামনে দন্ডায়মান হয়, তা গুনাহ হবে।
হ্যাঁ, আল্লামা আইনী, ইমাম ইবনে হাম্মাম ও মাওলানা আব্দুল হাই ল²ৌভী (رحمة الله) এর গবেষণা মোতাবেক মহিলাদের ক্ষেত্রে জামাত উত্তমতার বিপরীত।
পুরুষদের জামাতের মধ্যে মহিলারা পর্দা করবে এবং সাবধানতার সাথে পৃথক কামড়ায় নামাজ পড়বে। আর ইচ্ছা করলে জামাতে অংশ হতে পারবে। এককভাবে জামাতে না পড়াটাই উত্তম ও আফজল।