প্রতিবেশীকে কষ্ট দেয়ার কারণে জাহান্নামে যেতে হবে


হযরত আবু হুরায়রা (رضي الله عنه) বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) -এর খেদমতে এসে নালিশ করল যে, এক লোক যথেষ্ট পরিমাণ নামায রোযা আদায় করে। কিন্তু সে তার মুখ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দেয়। হুজুর   বলেন, সে লোক জাহান্নামে যাবে। ২৭০

২৭০.মিশকাত, পৃ. ৪২৪


প্রতিবেশীর অধকার রক্ষায় পবিত্র কুরআন ও হাদীসে খুব গুরুত্বপূর্ণ আলোচনাবর্ণিত আছে। প্রতিবেশীকে কষ্ট দেয়া তাদের অধিকার বিনষ্ট করার ব্যাপারে 


সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে। এক হাদীসে রয়েছে যে, কিয়ামতের দিন সর্বপ্রথম দু’জন প্রতিবেশীর মামলা উত্থাপন করা হবে। ২৭১

২৭১.তারগীব, পৃ. ৩৫৪

 

এক হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) ফরমান, যে ব্যক্তি প্রতিবেশীর সাথে ঝগড়া করল সে যেন আমারই সাথে ঝগড়া করল। ২৭২

২৭২.তারগীব, পৃ. ৩৫৬

 

অন্য হাদীসে হুজুর   ইরশাদ করেন, জিব্রাইল আ আমাকে প্রতিবেশী সম্পর্কে এতই তাগিদ দিচ্ছিলেন যে, আমার ভয় হচ্ছিল যে, না জানি প্রতিবেশীকে আমার ওয়ারিশ করে দেয়া হয়। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ কিয়ামতের লক্ষণ। ২৭৩

২৭৩.ইবনে আবু দানিয়া, পৃ. ২৩২

 

ইমাম গাযালী (رحمة الله) বলেন, প্রতিবেশীর হক এই নয় যে, কেবল তাদেরকে কষ্ট না দেয়া বরং তাদের হক তাও যে, তাদের কষ্ট সহ্য করা। এক হাদীসে রাসূলুল্লাহ (ﷺ) ফরমান, প্রতিবেশীর হক কি জেনে লও। আর তা হচ্ছে এই যে, তোমার কাছে তারা সাহায্য চাইলে সাহায্য কর, কর্জ চাইলে দাও।

Top