কিতাবঃ নন্দিত নারী
হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮১৭-২৩২৩৬৪
টেক্সট রেডীঃ মুহাম্মদ মাসুম বিল্লাহ সানি, ফাতেমাতুয জোহরা শাকিলা
প্রকাশিকাঃ নূরজাহান বেগম শিউলী
হিলভিউ, হামজারবাগ, চট্টগ্রাম
সহযোগিতায়
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী
আলহাজ্ব রশিদ আহমদ
হিলভিউ, হামজারবাগ, চট্টগ্রাম।
মোহাম্মদ নূর সোবহান চৌধুরী
পরিচালক: ফিন্যান্স মেসার্স নূর সোপ এণ্ড ক্যামিকেল ইণ্ডাস্ট্রিজ
পটিয়া, চট্টগ্রাম
গ্রন্থস্বত্ব
সংকলক কর্তৃক সংরক্ষিত
প্রকাশকাল
৩ জুলাই, ২০১৯ ঈসায়ী
প্রকাশনা
চিশ্তি প্রকাশনী, বালুচরা, বায়েজীদ, চট্টগ্রাম
মুদ্রক
মুহাম্মদ আবদুর রাজ্জাক
এ. আরঃ কম্পিউটার, ষোলশহর, চট্টগ্রাম
প্রচ্ছদ
এট্যাচ এ্যাড, আন্দরকিল্লা, চট্টগ্রাম
মূল্য : ১৭০/-[একশত সত্তর টাকা মাত্র]
উৎসর্গ
আমার জান্নাতবাসী পিতা-মাতা
মরহুম আহমদ জরিফ
মরহুমা আলহাজ্বাহ্ আনোয়ারা বেগম
ও
প্রকাশিকার জান্নাতবাসী শ্বশুর
মরহুম তোফায়েল আহমদ
সূচিপত্র
লেখকের কথা
প্রকাশিকার কথা
নারী সৃষ্টি
নারী সৃষ্টির উদ্দেশ্য
ইসলাম পূর্বে নারী সমাজ
চীন সমাজে নারী
প্রাচীন হিন্দু ধর্মে নারী
গ্রিস সভ্যতায় নারী
রোমান সভ্যতায় নারী
ইহুদি ধর্মে নারী
খ্রিস্ট ধর্মে নারী
বৌদ্ধ ধর্মে নারী
জাহেলী যুগে নারী
ইসলামে নারীর মর্যাদা
জন্মগত মর্যাদা
কর্মগত সমমর্যাদা
তাকওয়া ভিত্তিক সমমর্যাদা
শাস্তির বিধানের ক্ষেত্রে সমমর্যাদা
ঈমান, আমল ও ইবাদতে সমমর্যাদা
বিবাহ-শাদীর ক্ষেত্রে সমমর্যাদা
মানুষ হিসাবে সমমর্যাদা
পারিবারিক বিষয়ে সমমর্যাদা
নারীর অর্থনৈতিক অধিকার
নারী-পুরুষের মৌলিক পার্থক্য
নারীর শারীরিক পার্থক্য
নারীর মানসিক পার্থক্য
নারীর অঙ্গের পার্থক্য
নারীর সামাজিক দায়িত্ব পালনে পার্থক্য
হাদিস শরীফের আলোকে ইসলামে নারীর মর্যাদা
নারীর বিশেষ মর্যাদা
মা হিসাবে মর্যাদা
বিবাহ
বিবাহের সংজ্ঞা
বিবাহের লক্ষ্য ও উদ্দেশ্য
বিবাহের শরয়ী বিধান
বিবাহের প্রয়োজনীয়া ও গুরুত্ব
বৈবাহিক জীবনে আল্লাহর বরকত
বিবাহের প্রকারভেদ
পাত্র-পাত্রী নির্বাচন
পাত্র-পাত্রী দেখা
মাহর
বিবাহের ইসলামী নিয়ম
বিয়ের আনন্দ
যৌতুক প্রথা
বিয়ের পূর্বাপর প্রচলিত কুপ্রথা
প্রীতিভোজ
স্বামী-স্ত্রীর কর্তব্য
স্বামীর উপর স্ত্রীর অধিকার
মাহর আদায়
ভরণ-পোষণ
সদাচরণ
স্ত্রীকে সন্তুষ্ট রাখা ও আনন্দ দেওয়া
স্ত্রীর গোপন বিষয় প্রকাশ না করা
স্ত্রীকে প্রহার না করা
একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করা
স্ত্রীকে হাদিয়া দেওয়া
স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ না করা
তালাক
তালাকের প্রকারভেদ
ইদ্দত
ইদ্দতের প্রকারভেদ
ইদ্দত পালনকালীন বিধান
পর্দা
পর্দা কি প্রগতির অন্তরায়?
ভ্রান্তির বেড়াজালে পর্দাবিধান
বিজ্ঞানের দৃষ্টিতে বেপর্দার কুফল
গাইরে মাহরাম পুরুষের সাথে মেলামেশা হারাম
পর্দাহীনতা ধর্ষণের প্রকোপ বৃদ্ধি করে
পর্দাহীনতা বিবাহ-বিচ্ছেদ বাড়ায়
পর্দাহীনতা কুমারী মাতৃত্ব ও একক মাতৃত্ব ডেকে আনে
পর্দাহীনতাকে উস্কে দেয় বিজ্ঞাপন ও পর্নোগ্রাফী
পর্দাহীনতার বৈশ্বিক জরিপ
পর্দাহীনতা গর্ভপাত বাড়ায়
পর্দার বিধান
যাদের থেকে পর্দা করা ফরয়
পর্দার উপকারিতা
মহিলাদের পোশাক
মেয়েরা সালোয়ার-কামিজ পরবে না শাড়ী?
নারী-পুরুষ প্রত্যেকের পোশাক পৃথক
নারীর সাজসজ্জা
সাজ সজ্জার পদ্ধতি
স্বাভাবিক পদ্ধতি
মহিলাদের রাস্তাঘাটে চলাফেরার নিয়ম
নারীর কল্যাণকর বিষয়
ঘর নারীর মসজিদ
নারীর চুল মুণ্ডানো নিষিদ্ধ
নখ পালিশের বিধান
নারী ও ফেরীওয়ালা
স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান করা
স্বামী ভক্তি
ইসলাম ও নারী শিক্ষা
নারীর জন্য নিরাপদ শিক্ষালয়
নারীর পায়জামা টাখনুর নিচে হবে
নারী প্রধান হলে
মহানবীর দৃষ্টিতে নিকৃষ্ট নারী
জাহান্নামি নারীর পরিচয়
জাহান্নাম থেকে বাঁচার উপায়
জাহান্নামে মহিলারা যাবে বেশি
অধিকাংশ মহিলা জাহান্নামে যাওয়ার কারণ
মহিলারা জাহান্নাম থেকে কিভাবে রক্ষা পাবে?
প্রতিবেশীকে কষ্ট দেয়ার কারণে জাহান্নামে যেতে হবে
প্রতি ৯৯ জন মহিলার মধ্যে একজন জান্নাতে যাবে
মায়ের অধিকার নষ্ট করে স্ত্রীর কথামত কাজ করা কিয়ামতের লক্ষণ
আধুনিক নারী বনাম নারীর আধুনিকতা
হায়রে নারী মায়ের জাত
নারী স্বাধীনতার কুফল
নারী ও পুরুষ এক শ্রেণির নয়
পর্দা নারীর ইজ্জতের গ্যারান্টি
নারীদের স্বাক্ষ্যগ্রহণ
নারীদের সাক্ষ্য কেন পুরুষের অর্ধেক?
সম্পদে অর্ধেক দিয়ে আল্লাহ কি মেয়েদের ঠকিয়েছেন?
স্বামীর জন্য খরচ করার সাওয়াব
স্বামীর হক আদায়ের পরিণাম
নারী ফেতনা ও বনি ইসরাঈল
দারিদ্রের ভয়ে জন্মনিয়ন্ত্রণ
পরকীয়া প্রেম
কপালে তিলক ব্যবহারের কুফল
মহিলাদের গুরুত্বপূর্ণ কিছু মাসাইল
উযূর ফরয
গোসল
গোসল ফরয হওয়ার কারণ
হায়িয
নিফাস
নিফাসের মুদ্দত
হায়িয ও নিফাসের আহকাম
ইস্তিহাযা
ইস্তিহাযা রোগীর পবিত্র হওয়ার পদ্ধতি
ইস্তিহাযা রোগীর করণীয়
ইস্তিহাযা রোগীর আহকাম
হায়িয-নিফাসের আরো কতিপয় বিধান
মহিলাদের নামায ঘরে পড়াই উত্তম
নারীর অলংকারের যাকাত
হায়িয, ইসতিহাযা ও নিফাস
হায়িযের সময়সীমা
তহুর বা পবিত্রাবস্থার সময়সীমা
তাহুরে মুতাখাল্লাল বা অন্তবর্তীকালীন সাময়িক পবিত্রতা
ইস্তিহাযা
ইস্তিহাযা অবস্থায় নামায রোযার হুকুম
নিফাসের পরিচিতি
হায়িয, নিফাস ও ইস্তিহাযার আহ্কাম
বিবিধ মাসাইল
গ্রন্থপঞ্জি
লেখকের কথা
আল্লাহ তা‘আলার জন্য সকল প্রশংসা, যিনি একই সত্তা থেকে নারী-পুরুষ সৃষ্টি করে তাদের মাধ্যমে মানব বংশের বিস্তার করেছেন সমগ্র বিশ্বে। নারী জাতিকে করেছেন ক্ষেত্র বিশেষে পুরুষদের শীর্ষে। যিনি পবিত্র কুরআনে সূরা নাযিল করেছেন ‘রমনীর নামে’, বর্ধিত সুযোগ দিয়েছেন শরীয়তের আহকামে।
দুরূদ সালামের হাদিয়া পেশ করছি সেই মানবতার অগ্রদূত, নারী জাতির মুক্তিদূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নূরানী মহামানব হযরত মুহাম্মদ মোস্তফা, আহমদ মুজতবা (ﷺ)র পাক চরণে, যিনি আজ থেকে দেড় হাজার বছর পূর্বে সর্বপ্রথম নারী জাতির পূর্ণ মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করেন। যিনি মায়ের পদতলে সন্তানের বেহেশত ঘোষণা দেন। অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত নারীজাতিকে পুরুষের পদতল থেকে মাথার মুকুট বানিয়ে দেন। লাঞ্চিত, বঞ্চিত, নিন্দিত রমনীকূলকে সম্মানীত, পুরস্কৃত ও নন্দিত করে তুলেছেন। নারীকে অলঙ্কৃত করেছেন পুরুষের ভূষণে, ভুলেননি তাদেরকে বিদায় হজ্জের ভাষণে। স্মরণ করছি সর্বকালের সকল মহিয়সী নারীদেরকে যারা জগতের সকল নবী-রাসূল, অলী-আউলিয়া এবং মহামনীষীদের গর্ভধারিণী, যারা তাদেরকে দুগ্ধপানকারিনী। যাদের কোল ছিল তাদের প্রাথমিক শিক্ষালয়, যাদের প্রেরণায় করেছে তারা বিশ্বজয়। তাইতো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, “কোনোকালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।”
মহাপরাক্রমশালী মহাশিল্পী বিশ্ব প্রতিপালক আল্লাহ তা‘আলা মানব জাতিকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় অর্থাৎ নর ও নারী করে। উভয়ের সৃষ্টির উদ্দেশ্য এক ও অভিন্ন। আর তা হলো আল্লাহর ইবাদত ও দাসত্ব। উভয়ের ক্ষেত্রেই আল্লাহ তা‘আলা স্বতন্ত্র অবস্থান ও দায়িত্ব নিরূপণ করে দিয়েছেন যা তাদের সৃষ্টিগত ও স্বভাবগত স্বাতন্ত্রের উপযোগী ও শোভনীয়। পুরুষের কর্মক্ষেত্র হচ্ছে ঘরের বাইরে, প্রকৃতির রুদ্র কঠিন পরিবেশে। পুরুষ জাতির উপর দায়িত্ব অর্পিত হয়েছে দেশ, জাতি, সমাজ ও রাষ্ট্র পরিচালনার। পক্ষান্তরে নারীদের দায়িত্ব কোমল স্বভাব উপযোগী, গৃহের যাবতীয় কার্যাদি সম্পাদন করা। নিতান্ত প্রয়োজন হলে পর্দা সহকারে তাদের উপযোগী বাইরের কাজ-কর্মও করতে পারে। জলভাগ ও স্থলভাগের প্রাণীকূলের যেমন একের স্থান অপরের জন্য অনুপযোগী তেমনি নর-নারীরাও নিজ নিজ স্থানে অবস্থান করাই উপযোগী।
নারী আজ তার স্থান থেকে সরে এসে তারা নিজেরাই নিজেদের পায়ে কুঠারাঘাত করছে। এ কারণে সমগ্রবিশ্বে বেড়ে চলেছে নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, এসিড দগ্ধ, নারী পাচার, অশ্লীল যৌনাচার সর্বোপরি নারী জাতির নারীত্বের অবমাননা। বর্তমানে এটা যেন অপ্রতিরোধ্য এক সংক্রামক রোগ।
নারী হয়েছে বিজ্ঞাপন সামগ্রী। শাড়ী, লিপস্টিক থেকে শুরু করে পুরুষ ব্যবহৃত সামগ্রীর বিজ্ঞাপনের জন্য নারীর নগ্ন ছবি ব্যবহার করা হয়। অফিসে, দোকানে, আবাসিক হোটেলে গ্রাহকের মনোরঞ্জনের জন্য সুন্দরী নারী নিয়োগ দেয়া হয়। এভাবে অসাধু ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে নারীদের ব্যবহার করছে। ঠিক অন্ধকার যুগের ন্যায় নারীরা পুনরায় ভোগের সামগ্রীতে পরিণত হচ্ছে, ভোগ্য পণ্য হিসাবে বিক্রি হচ্ছে, পুরুষের প্রাইভেট সেক্রেটারী পদে নিয়োগ হচ্ছে। নন্দিত নারী নিন্দিত গন্তব্যে চলছে। পশ্চিমা নগ্ন সভ্যতার অনুকরণই এগুলোর জন্য দায়ী। তথাকথিত নারী প্রগতি কেবল নারীকেই ধ্বংস করছে না বরং গোটা সমাজ ও জাতিকে ধ্বংস করছে। কারণ যে ছেলেকে মানুষ করতে একজন মায়ের বিশ বছর সময় লাগে, সে ছেলেকে একটি মেয়ে বিশ মিনিটের মধ্যে নষ্ট করে দিতে পারে। শয়তান যেখানে পরাস্ত সেখানে জয়ী হয় নারী। এ কারণে মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন- إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র ছিল দুর্বল। আর নারী সম্পর্কে বলেছেন- إِنَّ كَيْدَ هن عظيما
নিশ্চয়ই নারীদের ষড়যন্ত্র বড়। সুতরাং পুরুষের মাথার মুকুট মা জাতি নারীদের বিজাতীয় কুসংস্কার অনুকরণ পরিত্যাগ করে ইসলামী অনুশাসন অনুসরণ করা উচিত। তবেই নন্দিত নারী নন্দিত গন্তব্যে পৌঁছতে সক্ষম হবে এবং তাদের গর্ভ থেকে নন্দিত মহাপুরুষও জন্মলাভ করবে।
ইসলাম নারীকে কত উন্নত মর্যাদার আসনে আসীন করেছে তা আমাদের দেশের নারী সমাজ জানেনা। কারণ এ দেশের মুসলিম পরিবারের নারীদের শিক্ষাগত যোগ্যতা ছিল কেবল মক্তবে গিয়ে কুরআন তিলাওয়াত করা পর্যন্ত। নয় থেকে বার বছরের মধ্যে তাদেরকে বিয়ের আসরে বসতে হতো। তাছাড়া পুরুষরা যেভাবে বাজারে গিয়ে বই কিনতে পারে নারীরা তা পারে না। ফলে এদেশে নারী পাঠকের সংখ্যা ছিল অতি নগন্য। এখন শিক্ষা-দীক্ষায় নারীরা পুরুষের চেয়ে একধাপ এগিয়ে। শহর-বন্দর ও গ্রাম-গঞ্জে মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়াতে (যদিও প্রয়োজনের তুলনায় কম) নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার ফলাফলেও দেখা যায় ছাত্রদের চেয়ে ছাত্রীরা ভাল করছে। সুতরাং বর্তমানে যে হারে নারী পাঠক সৃষ্টি হচ্ছে সে তুলনায় নারী সম্পর্কীয় নির্ভরযোগ্য বই পুস্তক কম পরিলক্ষিত হচ্ছে। অনেক শুভাকাক্সক্ষী পাঠক মহল থেকেও বারংবার অনুরোধ এসেছে এ বিষয়ে কলম ধরার জন্যে। জ্ঞান-বিদ্যায় অপরিপক্ক হলেও বিজ্ঞ পাঠক মহলের স্নেহ-ভালোবাসাকে পুঁজি করে মহান আল্লাহর উপর ভরসা করে প্রিয় নবী (ﷺ)র উসিলা নিয়ে লিখতে বসে গেলাম। ইতিপূর্বের সকল গ্রন্থ লেখা সমাপ্ত হওয়ার পর একাধিক নাম থেকে একটি নাম নির্বাচিত করা হতো। কিন্তু কেন জানিনা এই গ্রন্থখানা লেখা আরম্ভ করার পূর্বেই নাম নির্ধারিত হয়েছে। আর তা হলো ‘নন্দিত নারী’ যদিও তাতে নিন্দিত বিষয়ও স্থান পেয়েছে।
বইটি নারীদের জন্য হলেও তাতে পুরুষদের অনেক বিষয় স্থান পেয়েছে যা নর-নারী উভয়ের জন্য অতীব জরুরী। এতে নারী বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ মাসআলা-মাসাইল বর্ণিত হয়েছে। আশা করি বইটি পাঠক সমাজে সমাদৃত হবে। যে সকল গ্রন্থকারের গ্রন্থ থেকে বইটিতে উদ্ধৃতি নিয়েছি এবং প্রকাশিকাসহ যারা যেভাবে সহযোগিতা দিয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ। জ্ঞানের দৈন্যতা, অভিজ্ঞতার শূন্যতা, যোগ্যতার অপূর্ণতা ও মুদ্রণ জনিত ভুল-ভ্রান্তির ব্যাপারে বিজ্ঞ পাঠক মহলের ক্ষমা সুন্দর দৃষ্টি কাম্য, তবে গঠনমূলক সমালোচনা ও পরামর্শ শিরোধার্য ও পরবর্তী সংস্করণে সংশোধনযোগ্য। পরিশেষে সকলের উভয় জগতের মঙ্গল কামনা করে এবং মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কথার ইতি টানছি। আল্লাহ কবুল করুন, আমীন।
- মুহাম্মদ ওসমান গণি
প্রকাশিকার কথা
সমস্ত প্রশংসা মহান সৃষ্টিকর্তা, রিযিকদাতা আল্লাহর জন্য, যিনি এক নর ও এক নারী থেকে মানবজাতি সৃজন করেছেন এবং বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছেন। অসংখ্য অগণিত দুরূদ-সালাম পেশ করছি সর্বকালের সেরা সফল ব্যক্তিত্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর (ﷺ)র উপর। যিনি মানব জাতিকে বিশেষত নারী জাতিকে যাবতীয় অকল্যাণ ও ধ্বংসের হাত থেকে রক্ষা করে সম্মান ও মর্যাদার চরম শিখরে উপনীত করেছেন, নারীদের জান্নাত লাভের পথ সহজতর করে দিয়েছেন। শান্তি বর্ষিত হোক সকল নারী-পুরুষের উপর যারা যুগে যুগে নারীর কল্যাণের জন্য অবদান রেখেছেন। বিশেষ করে মু’মিনদের জননী সর্বজন শ্রদ্ধেয়া রমনী হযরত খাদীজাতুল কুবরা(رضي الله عنه) কে স্মরণ করছি যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে এবং রাহমাতুল লিল আলামীনকে আর্থিকসহ সার্বিক সহযোগিতা করে ইসলামের ইতিহাসে নারী জাতির মর্যাদাকে সমুন্নত করেছেন।
পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ নারী হওয়া সত্ত্বেও তারা অধিকাংশ ক্ষেত্রে অবহেলিত, বঞ্চিত। লাইব্রেরিসমূহে যে পরিমাণ পুরষের জন্য লিখিত বই-পুস্তক বিদ্যমান নারী সম্পর্কীয় বই-পুস্তক তার তুলনায় অতি নগন্য। এদিক থেকেও নারী পাঠকরা অবহেলিত ও বঞ্চিত বলে মনে হয়। হাতে গোনা কয়েকটি বই পাওয়া গেলেও তা মান ও গুণগত বিশেষত আকীদাগত বিচ্যুতি পরিলক্ষিত হয়। তাই দীর্ঘ দিন যাবৎ ইসলামী অঙ্গনে নারী বিষয়ক বিশুদ্ধ আকিদা সম্বলিত ও কুরআন-হাদিস সম্মত একটি পূর্ণাঙ্গ বই’র প্রয়োজনীয়তা অনুভূত হয়ে আসছে।
জনপ্রিয় নন্দিত লেখক হাফেয মাওলানা মুহাম্মদ ওসমান গণি কর্তৃক লিখিত ‘নন্দিত নারী’ নামক বইটি পড়ে মনে হলো নারী-পুরুষ সকলের জন্য এটি অতি জরুরি। পরিবারের প্রত্যেক সদস্য-পিতা-মাতা, স্বামী-স্ত্রী, ভাই-বোন সকলেই উপকৃত হওয়ার মতো বই এটি। তাই বইটি প্রকাশ করে বিরাজমান শুন্যতাকে পূর্ণতা দেবার চেষ্টা করছি মাত্র।
আশা করি বইটি পড়ে পাঠক-পাঠিকাগণ আনন্দিত ও উপকৃত হবেন এবং এটাই কাম্য। লেখক, পাঠক-পাঠিকা মহলসহ যাদের অক্লান্ত পরিশ্রমে বইটি অস্তিত্বলাভ করেছে সকলের উভয় জগতের সফলতা কামনা করছি। আল্লাহ! কবুল করুন, আমীন।
নূরজাহান বেগম শিউলী, হিলভিউ, হামজারবাগ (চট্টগ্রাম)