সায়্যিদুনা ওয়াসিলাহ বিন আস্ক্বাহ (رضي الله عنه)'র আক্বিদা
পৃথিবীর মধ্যে সর্বোত্তমঃ-
সায়্যিদুনা হযরত ওয়াসিলা বিন আস্ক্বাহ (رضي الله عنه) বর্ণনা করেন যে, আমি রাসূল (ﷺ) কে এ কথা বলতে শুনেছি যে, তিনি ইরশাদ করেন,
إِنَّ اللهَ اصْطَفٰى كِنَانَةَ مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ، وَاصْطَفَى قُرَيْشًا مِنْ كِنَانَةَ، وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنِي هَاشِمٍ، وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ
-‘‘আল্লাহ তা‘আলা হযরত ইসমাঈল (عليه السلام)’র সন্তান কিনানকে মর্যাদাবান করেছেন, কিনানার মধ্যে কুরাইশকে মর্যাদাবান করেছেন, কুরাইশের মধ্যে বনূ হাশিমকে মর্যাদাবান করেছেন এবং বনূ হাশিমের মধ্যে আমাকে মর্যাদাবান করেছেন।’’ ২৩৩
{২৩৩. সহীহ মুসলিম শরীফ, ৪/১৭৮২পৃ. হা/২২৭৬, পরিচ্ছেদ: بَابُ فَضْلِ نَسَبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَسْلِيمِ الْحَجَرِ عَلَيْهِ قَبْلَ النُّبُوَّةِ , ইমাম তিরমিযি, আস-সুনান, ৬/৫ পৃ. হা/৩৬০৫-০৬, খতিব তিবরিযি, মিশকাত, ৩/১৬০০ পৃ. হা/৫৭৪০}
আক্বীদা:
নাবি পাক (ﷺ) সমস্ত জাহানের মধ্যে অতি উত্তম ও মর্যাদাবান। ২৩৪
{২৩৪. এজন্যই ইমাম সুয়ূতি (رحمة الله) বর্ণনা করেন-
وَاَخْرَجَ الْبَيْهَقِيّ وَالطَّبَرَانِيّ فِي الْاَوْسَطِ وَابْنُ عَسَاكِر عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُول الله ﷺ قَالَ لِيْ جِبْرَئِيْلُ قَلَبْتُ الْأَرْضَ مَشَارِقَهَا وَمَغَارِبهَا فَلَمْ أَجِدْ رَجُلًا أَفْضَلُ مِنْ مُحَمَّدٍ وَلَمْ اَجِدْ بَنِيْ أَب اَفْضَلُ مِنْ بَنِي هَاشِمْ
-‘‘ইমাম বায়হাকী, তাবরানী তার মু‘জামুল আওসাতে এবং ইবনে আসাকীর (رحمة الله) মা আয়িশা (رضي الله عنه) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেন, আমার কাছে জিবরাঈল (عليه السلام) এসে বললেন, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পরিভ্রমন করে মুহাম্মদ (ﷺ) থেকে উত্তম কাউকে এবং বনী হাশেম থেকে উত্তম কোন গোত্র পাইনি।’’ (ইমাম সুয়ূতি, খাসায়েসুল কোবরা, ১/৬৬ পৃ.)}
যে সব লোক এটা লেখে যে, আম্বিয়া এবং আউলিয়াদের বাস্তবতা অনু পরিমাণ বস্তু থেকেও অধিক কম। ২৩৫
{২৩৫. তাকবিয়াতুল ঈমান, পৃ: ৫৬, দিলি থেকে প্রকাশিত।}
স্পষ্টতঃ তারা ভুলের মধ্যে রয়েছে, বরং এটা বলা কূফরি। যে সব লোক এরূপ বাক্য রচনাকারীদের ইমাম এবং পেশওয়া বানায়, তাদের উচিত এসব ব্যক্তিদের থেকে মুক্ত হয়ে কুরআন-হাদিস অনুযায়ী নিজেদের আক্বিদা ঠিক করা।
❏কবি বলেন-
سب سے اولىٰ وعلٰى ہمارا نبى
سب سے بلا و الا ہمارا نبى
“সবার থেকে উত্তম ও মর্যাদাবান আমাদের নাবী
সবার থেকে উর্ধ্বে ও মহান আমাদের নাবী।’