বাব নং ২২৫.৫. কারো বিপদে আনন্দ প্রকাশ করা নিষেধ
৫- بَابُ مَا جَاءَ فِي النَّهْيِ عَنِ الشَّمَاتَةِ
٤٨٠- أَبُوْ حَنِيْفَةَ: قَالَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ، يَقُوْلُ : لَا تُظْهِرَنَّ شَمَاتَةً لِأَخِيْكَ فَيُعَافِيَهُ اللهُ وَيَبْتَلِيَكَ.
৪৮০. অনুবাদ: ইমাম আবু হানিফা বলেন, আমি ওয়াসেলা ইবনে আসকা (رضي الله عنه) কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূল (ﷺ) কে বলতে শুনেছি, তুমি তোমার কোন ভাইয়ের বিপদে আনন্দ প্রকাশ করোনা। কেননা আল্লাহ তায়ালা ঐ বিপদ তার থেকে দূরীভূত করে তোমাকে উক্ত বিপদে লিপ্ত করে দেবেন।
(শুআবুল ঈমান, ৯/১১৯/৬৩৫৫)