সদকার বর্ণনা



মাসআলাঃ হাদীস শরীফে রয়েছে- আল্লাহ্ তায়ালা ঐ ব্যক্তির সাদকা কবুল করেন না, যার আত্মীয় তার সদাচরণের মুখাপেক্ষী এবং সে অন্যকে দান করে।


মাসআলাঃ সাদকায়ে ফিতরে প্রত্যেক প্রকার শষ্য, গম, যব, চনাবোট, ধান, বাজরা, চাউল, নগদ টাকা-পয়সা দেয়া জায়েয আছে। তরকারী ইত্যাদি সাদকায়ে ফিতরে দেয়া যাবে না।


মাসআলাঃ সাদকায়ে ফিতর ঐ সমস্ত লোকদেরকে দেয়া যায় যাদের উপর সাদকায়ে ফিতর ওয়াজিব নয় বা যাদের যাকাত দেয়া জায়েয আছে।


মাসআলাঃ অমুসলিমকে সাদকায়ে ফিতর দেয়া যায়, যাকাত ও সাদক্বায়ে ফিতরের মধ্যে পার্থক্য হল- যাকাত অমুসলিমকে দেয়া যায়না। আর সাদক্বায়ে ফিতর অমুসলিম গরীবকেও দেয়া যায়। ১৩৩

➥১৩৩. শরহুত্তানভীর, ২য় খণ্ড, পৃষ্ঠা ৭৯, ইসলামী ফিক্বহ, ১ম খণ্ড, পৃষ্ঠা ৪২৩।


সাদক্বায়ে ফিতরের সবচেয়ে বেশী হক্বদার হল- আপন গরীব আত্মীয়-স্বজন, অতপর বন্ধু ও প্রতিবেশী মুসলমান হোক বা অমুসলিম।

Top