জান্নাতের মহিলাদের সর্দারিণী ফাতেমা বিনতে রাসূলিল্লাহ (ﷺ)
নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাজার যিয়ারতের উদ্দেশ্যে সফরঃ-
❏ইমাম হাকিম নিশাপুরী ও বায়হাকী (رحمة الله) সংকলন করেন-
عَنْ عَلِيِّ بْنِ الْحُسَيْنِ، عَنْ أَبِيهِ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَتْ تَزُورُ قَبْرَ عَمِّهَا حَمْزَةَ كُلَّ جُمُعَةٍ فَتُصَلِّي وَتَبْكِي عِنْدَهُ
-“হযরত আলী ইবনে হুসাইন (যিনি ইমাম যয়নুল আবেদীন নামে পরিচিতি) তিনি তাঁর পিতা হযরত হুসাইন ইবনে আলী (رضي الله عنه) এর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেন, নিশ্চয় প্রত্যেক জুম‘আর দিনে ফাতেমা বিনতে রাসূলিল্লাহ (ﷺ) নবীর চাচা আমীর হামজা (رضي الله عنه) এর মাজার যিয়ারত করতেন। তাঁর জন্য সালাত (দু‘আ) করতেন এবং তাঁর কাছে কান্নাকাটি করতেন।” ৩০০
{৩০০. ইমাম হাকিম, আল-মুস্তাদরাকে, ১/৫৩৩ পৃ. হা/১৩৯৬; ইমাম বায়হাক্বী: সুনানুল কোবরা, ৪/১৩১ পৃ. হা/৭২০৮, ইবনে হাজার আসকালানী, তালখিসুল হবীর, ২/৩১৪ পৃ.}
আক্বিদা:
এ হাদিস থেকে বুঝা গেল নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাজার যিয়ারতের উদ্দেশ্যে সফর করা জান্নাতের সমস্ত মহিলাদের প্রধান মা ফাতেমা (رضي الله عنه)‘র সুন্নাত। তাই বলতে হয়, আজ যারা মাযার জিয়ারত এবং তা জিয়ারতের উদ্দেশ্যেকে সফর করাকে হারাম শিরক বলছেন তারা কোন কাতারের মুসলমান? ৩০১
{৩০১. সম্পাদক কর্তৃক সংযোজিত।}