রাসূল (ﷺ)-এর চোখ মোবারকের ক্ষমতাঃ-
❏ইমাম বুখারী মুসলিম (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-
عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا قَالَتْ: أَتَيْتُ عَائِشَةَ حِينَ خَسَفَتِ الشَّمْسُ، فَإِذَا النَّاسُ قِيَامٌ يُصَلُّونَ،.... ثُمَّ قَالَ: مَا مِنْ شَيْءٍ كُنْتُ لَمْ أَرَهُ إِلَّا قَدْ رَأَيْتُهُ فِي مَقَامِي هَذَا حَتَّى الْجَنَّةَ وَالنَّارَ
-“হযরত আসমা বিনতে আবু বকর (رضي الله عنه) বলেন, আমি একদা হযরত আয়িশা (رضي الله عنه) এর কাছে গেলাম। তখন সূর্য গ্রহণ লেগেছিল। দেখলাম সব মানুষ দাঁড়িয়ে নামায পড়ছেন।..... অত:পর রাসূল (ﷺ) বললেন, যা কিছু হবে তন্মধ্যে এমন কোন বস্তু নেই যা আমি এই স্থান থেকে দেখিনি, এমনকি জান্নাত ও জাহান্নামও দেখেছি।” ৩২৫
{৩২৫. ৩২৫.মুয়াত্তা মালেক, হা/২০১; মুসনাদে আহমদ, হা/২৬৯২৫; ছহীহ্ বুখারী, হা/১৮৪ ও ৯২২; সহীহ্ মুসলিম, হা/৯০৫; সহীহ্ ইবনে হিব্বান, হা/৩১১৪; ইমাম তাবারানী: মু‘জামুল কাবীর, হা/৩১৩; ইমাম বাগভী: শরহে সুন্নাহ, হা/১১৩৭; ইমাম বায়হাক্বী, আস-সুনানুল কোবরা, হা/৬৩৬০; মুসান্নাফে ইবনে আবী শায়বাহ, হা/৩৭৫১০}
আক্বিদা
এই হাদিস দ্বারা বুঝা যায়, আল্লাহর নাবী (ﷺ) সকল কিছুই দেখেন, এমনকি জান্নাত ও জাহান্নাম পর্যন্ত দেখেন। প্রিয় নবীজি (ﷺ) এর দৃষ্টি শক্তি কত শক্তিশালী ছিল তা সাধারণ বিবেক দিয়ে বুঝা সম্ভব নয়। (সুবহানাল্লাহ)। ৩২৬
{৩২৬. সম্পাদক কর্তৃক সংযোজিত।}