বাব নং ১৯৬. ১৪. হযরত ইমাম আবু হানিফা (رحمة الله)’র ফযীলত
৩৮৭. অনুবাদ: আবু হামযাহ আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে দাউদকে বলতে শুনেছি, তিনি হযরত ইমাম আবু হানিফা (رحمة الله)কে জিজ্ঞাসা করেন, আপনি প্রথম সারির তাবেঈগণের মধ্যে কাকে কাকে পেয়েছিলেন? উত্তরে তিনি বলেন, কাসেম, সালেম, তাউস, ইকরামা, মকহুল, আব্দুল্লাহ ইবনে দীনার, হাসান বসরী, আমর ইবনে দীনার, আবু যুবাইর, আতা, কাতাদাহ, ইব্রাহীম নখঈ, শা’বী ও নাফে (رحمة الله) প্রমূখ মনীষীদের।
ব্যাখ্যা: বর্ণিত আছে যে, ইমাম আবু হানিফা (رحمة الله)’র উস্তাদের সংখ্যা চার হাজার এবং ছাত্র ছিল অসংখ্য। (তাঁর ফযীলত সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এই গ্রন্থের শুরুতে তাঁর জীবনী দেখুন)।