কোরবানীর গোস্তের বিধান



মাসআলাঃ কোরবানীর জন্তুর গোস্ত নিজে খাবে ধনীদেরকে খাওয়াবে এবং জমা করবে, সবই জায়েয আছে, কেননা হযরত জাবির (رضي الله عنه) বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) প্রথমে কোরবানীর গোস্ত তিন দিনের পরে খেতে নিষেধ করেছেন। অতপর পরবর্তীতে বলেছেন- তোমরা আহার কর, জিনিষ পত্র তৈরী কর ও জমা করে রাখ। ১৫৪

➥১৫৪. মুসলিম শরীফ, ৩য় খণ্ড, ১৫৬২পৃষ্ঠা। 


রাসূল (ﷺ) লোকদেরকে তিন দিনের বেশী গোস্ত জমা রাখতে নিষেধ করেছিলেন এবং অবশিষ্ট গোস্ত সদকা করার জন্য নির্দেশ দিয়েছেন যে, যাতে অভাবী বেদুইনদের সাথে সমবেদনা জানানো যায়। অতপর এ বলে অনুমতি দিলেন যে, আমি তোমাদেরকে তিন দিনের অতিরিক্ত কোরবানীর গোস্ত জমা রাখতে নিষেধ করেছিলাম, এখন তোমরা যে পরিমাণ চাও জমা করতে পারবে। ১৫৫

 ➥১৫৫. সহীহ মুসলিম, ৩য় খণ্ড, ১৫৬৪পৃষ্ঠা।


মাসআলাঃ ধনী হয়েও নিজে খাওয়া জায়েয হয়েছে তাহলে অন্য ধনীদের আহার করানোও জায়েয হবে।


মাসআলাঃ মুস্তাহাব হল- তিন ভাগে ভাগ করবে। এক ভাগ খাওয়ার জন্য, দ্বিতীয় ভাগ জমা রাখার জন্য এবং তৃতীয় ভাগ অন্যকে আহার করানোর জন্য।

Top