প্রশ্নঃ খতমে খাজাগান কী বিদআত? বর্ণনা করুন।


মাসআলাঃ

উত্তরঃ খতমে খাজাগান সকল বুযূর্গদের মা’মুল (রীতি)। আশরাফ আলী থানভী এর দরবারেও এ আমল জারী ছিল। এ জন্য উহাকে বিদআত বলাই বিদআত। ২৬৭

 ➥২৬৭. মুফতী ওয়ালী হাসান বনূরী টাউন করাচী।


খতমে খাজাগান বিদআত নয়, উহাকে বিদআত হিসেবে গণ্য করা বিদআতের হাক্বীক্বত সম্পর্কে জ্ঞানহীনতার দলীল। উহা পাঠকরা না প্রত্যেক ব্যক্তির জন্য আবশ্যক মনে করা হয়, না পরিত্যাগকারীকে তিরিস্কার করা হয়।


অতএব, ইহা একটি বরকতময় ওয়াজীফা হিসেবে পড়া হয়, এজন্য উহাকে বিদআত বলা সহী নয়। এ ওয়াজীফা বন্ধ করা অপ্রয়োজনীয় ও অনুচিত কাজ। ২৬৮

 ➥২৬৮. বন্দা আবদুস্ সত্তার, মুফতী জামে খায়রুল মাদারিস মুলতান, খায়রুল ফতাওয়া, ২য় খণ্ড, পৃষ্ঠা-২৬৪।

Top