৩- بَابُ مَا جَاءَ فِيْمَا يُقْطَعُ فِيْهِ الْيَدُ

٣١٤- أَبُوْ حَنِيْفَةَ: عَنِ الْقَاسِمِ، عَنْ أَبِيْهِ، عَنْ عَبْدِ اللهِ ، قَالَ: كَانَ يُقْطَعُ الْيَدُ عَلَىٰ عَهْدِ رَسُوْلِ اللهِ  فِيْ عَشْرَةِ دَرَاهِمَ. وَفِيْ رِوَايَةٍ: إِنَّمَا كَانَ الْقَطْعُ فِيْ عَشْرَةِ دَرَاهِمَ.


বাব নং ১৫৮.৩. যে পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে


৩১৪. অনুবাদ: ইমাম আবু হানিফা কাসেম থেকে, তিনি তার পিতা থেকে, তিনি আবদুল্লাহ (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ)  এর যুগে দশ দিরহাম চুরির শাস্তি স্বরূপ হাত কাটা হত। 

(মুয়াত্তা ইমাম মুহাম্মদ, ৩/৪৮/২৮৭)


অন্য বর্ণনায় আছে, কেবল দশ দিরহাম চুরিতে হাত কাটা হত।


ব্যাখ্যা: ইমাম শাফেঈ (رحمة الله)’র মতে এক চতুর্থ দীনার পরিমাণ চুরি করলে হাত কাটা হয়, চাই এটা তিন দিরহাম মূল্যর হোক অথবা এর চেয়ে কম হোক বা বেশী হোক। 


❏ইমাম মালিক ও আহমদ (رحمة الله)’র মতে এক চতুর্থ দীনার বা তিন দিরহাম মূল্যের সম্পদ চুরি করলে হাত কাটা হবে। এর কম হলে হাত কাটা যাবে না। ইমাম আবু হানিফা (رحمة الله)’র মতে কমপক্ষে দশ দিরহাম পরিমাণ সম্পদ চুরি করলে চোরের হাত কাটা যাবে এর কমে নয়। প্রত্যেকেই স্ব-স্ব মতের পক্ষে বিশুদ্ধ হাদিস দ্বারা দলীল পেশ করে থাকেন।

Top