ইদ্দত


‘ইদ্দত’ শব্দের আভিধানিক অর্থ গণনা করা। শরীয়তের পরিভাষায় ইদ্দত বলা হয় স্বামীর মৃত্যু অথবা তালাক দানের পর মহিলাদের বিশেষ নিয়মে একটি সুনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা। ১৯১

১৯১.শামী, খণ্ড. ৩, আলমগীরী, খণ্ড. ১

 

ইদ্দত ওয়াজিব হয় বিবাহিতা মহিলার স্বামীর মৃত্যু ঘটলে কিংবা নিকাহে সহীহ বা নিকাহে ফাসিদের মাধ্যমে সহবাস কিংবা বাধামুক্ত নির্জন বাস সাব্যস্থ হওয়ার পর স্বামী কর্তৃক তালাক দান বা অন্য কোন কারণে বিবাহ বন্ধন ছিন্ন হয়ে গেলে। ইদ্দত পালনকালে মহিলাদের উপর অনেক বৈধ কাজ অবৈধ হয়ে যায়। যেমন, সাজসজ্জা করা, অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ইত্যাদি। ১৯২

১৯২.ফাতহুল কাদীর, খণ্ড. ৪


ইদ্দত পালন করার রহস্য হল- সন্তানের নসব (বংশ) সাব্যস্ত করা। অর্থাৎ স্ত্রীর গর্ভে স্বামীর কোন সন্তান বিদ্যমান আছে কিনা তা নিশ্চিত করতে ইদ্দত পালন করতে হয়। তালাকের সাথে সাথে যদি স্ত্রী অন্য স্বামী গ্রহণ করে এবং পরে সে গর্ভবতী হয় তখন ওই সন্তান কি প্রথম স্বামীর না বর্তমান স্বামীর? তা নির্ণয় করা মুশকিল হয়ে পড়বে। তাছাড়া ইদ্দত পালনের এই দীর্ঘ সময়ে স্বামী-স্ত্রীর মধ্যে সমঝোতা ও বনিবনাও হয়ে যেতে পারে।

Top