অষ্টাবিংশ অধ্যায়


নফল নামাজ



ঘরে নফল সালাত আদায় করার ফজিলতের ব্যাপারে রাসুল ﷺ বলেন,


 ‘একজন ব্যক্তির সর্বোত্তম সালাত হচ্ছে ঘরে, ফরজ সালাত ব্যতীত।’ 


(মুসনাদে আবু ইয়ালা হা/৩৮২১)


 নবী ﷺ থেকে হাদীসে আরও বর্ণিত রয়েছে, ‘একজন ব্যক্তির নফল সালাত আদায় করা (এমন জায়গায়) যেখানে কেউ তাকে দেখতে পায় না, তা পঁচিশগুণ  বেশী ঐ সালাত থেকে যেখানে লোকেরা তাকে দেখতে পায়।’ 


(সহীহ তারগীব ওয়াত তারহীব হা/৪৩৮)


 এই সুন্নাতটি দিনে রাতে অনেক বার পুনরাবৃত্তি হয়ে থাকে। একজন ব্যক্তি তার ঘরে (নফল) সালাতগুলো আদায় করতে পারে সুন্নাতকে পূরণ এবং তার আযর বাড়ানোর জন্য।


 নফল সালাতগুলো ঘরে কায়েম করার মাধমে-


 * প্রশান্তি এবং ইখলাস বৃদ্ধি করতে পারে।


 * লোক দেখানো থেকে দূরে থাকতে পারে।


 * তার ঘরে আল্লাহ ﷻ'র  রহমাহ নাজিল হয়।


 * শয়তানকে দূরে রাখে।

 

* বহুগুণ সওয়াব লাভ হয়, যেমন ফরজ সালাত মসজিদে আদায় করলে বহুগুন সওয়াব লাভ করা যায়।


Top