১৩ - بَابُ مَا جَاءَ فِي الْـجُنُبِ حَتَّىٰ يَتَوَضَّأَ
৭১ - أَبُوْ حَنِيْفَةَ: عَنْ حَمَّادٍ، عَنْ إِبْرَاهِيْمَ، عَنِ الْأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ: كَانَ رَسُوْلُ اللهِ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ وَهُوَ جُنُبٌ، تَوَضَّأَ وُضُوْءَهُ لِلصَّلَاةِ.
বাব নং ২৮.১৩. অপবিত্র ব্যক্তি উযূ না করা পর্যন্ত নিদ্রা যাবে না
৭১. অনুবাদ: ইমাম আবু হানিফা হাম্মাদ থেকে, তিনি ইব্রাহীম থেকে, তিনি আসওয়াদ থেকে, তিনি হযরত আয়েশা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল (ﷺ) যখন অপবিত্র অবস্থায় নিদ্রা যাওয়ার ইচ্ছা করতেন তখন নামাযের উযূর ন্যায় উযূ করতেন। (মুসলিম, ১/১৭০/৭২৫)
ব্যাখ্যা: উক্ত হাদিস ছাড়াও ‘সিহাহ সিত্তাহ’ গ্রন্থসমূহেও এ বিষয়ের হাদিস রয়েছে। রাসূল (ﷺ) রাতের বেলায় অপবিত্র অবস্থায় যখন পানাহার ও শয়নের ইচ্ছা করতেন তখন নামাযের উযূর ন্যায় উযূ করতেন। এতে অসংখ্য উপকার রয়েছে। বুজর্গানে দ্বীনের এটাই ছিল নিয়ম।