স্বামী-স্ত্রীর কর্তব্য


মানুষের পারষ্পরিক সম্পর্কের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। স্বামী-স্ত্রী একজন অপরজনের পরিপূরক সত্তা। এ কারণে পবিত্র কুরআন ও হাদিসে স্বামী-স্ত্রীর অধিকার এবং উভয়ের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেন-

 وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ 

আর নারীদের তেমনি অধিকার আছে যেমনি আছে তাদের উপর পুরুষদের অধিকার; কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা রয়েছে। ৯৭

৯৭.সূরা বাকারা, আয়াত: ২২৮

 

স্বামীর অধিকার স্ত্রীর উপর তুলনামূলক একটু বেশী। তাই স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য অধিক। সুতরাং কুরআন, হাদিসের আলোকে প্রথমে স্ত্রীর উপর স্বামীর অধিকার এবং স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোচনা করবো।


১. স্ত্রীর প্রধানতম দায়িত্ব হলো স্বামীকে সম্মান করা। 


নারীদের জন্য বিয়ের পুর্বে সর্বাপেক্ষা সম্মানী হলেন পিতা-মাতা। বিয়ের পর হলেন স্বামী। সম্মান প্রদর্শনের সর্বোচ্চ মাত্রা হলো সিজদা করা যা একমাত্র মহান আল্লাহকে করা হয়। স্ত্রীর জন্য স্বামী আল্লাহর পরে সম্মান পাওয়ার যোগ্য। এ দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-

 لَو كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَة أَن تسْجد لزَوجهَا 

যদি আমি কোন ব্যক্তিকে সিজদা করার আদেশ দিতাম তবে স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে। ৯৮

৯৮.তিরমিযী, সূত্র. মিশকাত; পৃ. ২৮১

 

অন্য বর্ণনায় আছে-

 لَو كنت آمُر أحد أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنْ حق 

আমি যদি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে আমি স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে সিজদা করার নির্দেশ দিতাম। কারণে আল্লাহ স্ত্রীদের উপর স্বামীদের আধিপত্য দিয়েছেন। ৯৯

৯৯.আবু দাউদ, আহমদ, সূত্র. মিশকাত; পৃ. ২৮২


অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী এতই সম্মানীয় যে, স্ত্রী কর্তৃক সিজদার উপযোগী স্বামী; কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা নিষিদ্ধ বলে তা করা যাবে না।

Top