সায়্যিদুনা সালমাহ বিন আকওয়া (رضي الله عنه)'র আক্বিদা


খায়বার কে বিজয় করবে?

সায়্যিদুনা সালমাহ বিন আকওয়া‘ (رضي الله عنه) বর্ণনা করেন যে, খায়বার যুদ্ধে হযরত আলী (رضي الله عنه) রাসূল (ﷺ)’র পেছনে ছিলেন, তাঁর চোখ অসুস্থ ছিল। খায়বার বিজয়ের পূর্বরাতে রাসূল (ﷺ) বললেন, 


لَأُعْطِيَنَّ الرَّايَةَ، أَوْ لَيَأْخُذَنَّ الرَّايَةَ، غَدًا رَجُلًا يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ، أَوْ قَالَ: يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ


-“আগামীকাল এমন এক ব্যক্তির হাতে বিজয়ের পতাকা দেয়া হবে যে আল্লাহ এবং রাসূল (ﷺ) কে ভালবাসেন এবং আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তাকে ভালবাসেন। তাঁর হাতেই খায়বার বিজয় হবে।’’ 


হঠাৎ আমরা হযরত আলী (رضي الله عنه) কে দেখলাম আর আমাদের বিশ্বাস ছিল না যে, হযরত আলী (رضي الله عنه) বিজয় করবেন। সাহাবায়ে কিরাম (رضي الله عنه) আরয করলেন তিনি হযরত আলী (رضي الله عنه)-ই হবেন।


فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّايَةَ فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ


-‘রাসূল (ﷺ) হযরত আলী (رضي الله عنه)’র হাতে বিজয়ী পতাকা দান করলেন আর বললেন, আল্লাহ তাকে বিজয় দান করবেন।’ ২৬০

{২৬০. সহীহ মুসলিম শরীফ, ৫/১৮ পৃ. হা/৩৭০২, হযরত আলী (রা.)’র ফযিলত অধ্যায়, পরিচ্ছেদ: بَابُ مَنَاقِبِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ القُرَشِيِّ الهَاشِمِيِّ أَبِي الحَسَنِ رَضِيَ اللَّهُ عَنْهُ}


আক্বিদা

রাসূল (ﷺ)’র এই ইলম ছিল যে খায়বার বিজয়ী কে? এসব বস্তুর সম্পর্ক গায়বের সাথে আর সমস্ত সাহাবা যারা খায়বার যুদ্ধে ছিলেন তাঁদেরও এই বিশ্বাস ছিল যে আল্লাহ তা‘আলা তাঁর প্রিয় মাহ্বূব (ﷺ) কে ইলমে গায়ব দান করে মালামাল করেছেন।

কেননা রাসূল (ﷺ) যখন বললেন, আগামীকাল এমন ব্যক্তির হাতে পতাকা দেবো, যার হাতে খায়বার বিজয় হবে। তখন কোন সাহাবি এটা বলেননি যে, আগামীকাল কি হবে সেটা তো আল্লাহ জানেন, আপনি কিভাবে তা বলছেন? এই বিষয়ে কোন আপত্তি না করাই হলো এই ইলমে গায়ব সম্পর্কে প্রকৃষ্ট দলিল। তাঁদের বিশ্বাস ছিল নাবী কারীম (ﷺ) তা জানেন।

এটাও বুঝা গেল যে, হযরত আলী (رضي الله عنه) এমন ব্যক্তিত্ব যিনি আল্লাহর প্রিয়ভাজন এবং রাসূল (ﷺ)’র প্রিয়ভাজন হওয়া সম্পর্কে মহানবী (ﷺ) সত্যায়ন করেছেন।





পায়ের গোড়ালির মধ্যে ফুঁৎকার দেয়ার মাধ্যমে আরোগ্য লাভঃ-

হযরত ইয়াজিদ বিন আবূ উবাইদ (رضي الله عنه) বলেন, আমি হযরত সালমাহ বিন আক্বওয়া‘ (رضي الله عنه)’র পায়ের গোড়ালির মধ্যে একটি আঘাতের চিহ্ন দেখতে পেলাম, পেয়ে বিজ্ঞাসা করলাম, হে আবূ মুসলিম, এটি কিসের আঘাত? তিনি বললেন, এটি সেই আঘাত যা আমি খায়বার যুদ্ধের দিন প্রাপ্ত হয়েছিলাম। পাশের লোকেরা বলতে লাগল যে, সালমাহ বিন আক্বওয়া শহীদ হয়েছেন।


فَأَتَيْتُ الْنَبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَفَثَ فِيهِ ثَلَاثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَة


-‘‘তখন আমি রাসূল (ﷺ)’র খিদমাতে গেলাম, রাসূল (ﷺ) তিনবার দম করলেন। তখন থেকে অদ্যাবধি আর কোন দিন কষ্ট অনুভব করিনি।’’ ২৬১

{২৬১. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬৪৮পৃ., হা/৫৮৮৬, পরিচ্ছেদ: بَاب فِي المعجزات, সহীহ বুখারী, ৫/১৩৩ পৃ. হা/৪২০৬}


আক্বিদা:

সাহাবায়ে কিরাম (رضي الله عنه)’র উপর যখন কোন মুসিবত পৌঁছলে তারা নাবীর দরবারে এসে তা পেশ করতেন। অতঃপর তাঁরা তাঁদের মাকসুদে কামিয়াব অর্জন করতেন। এটাও বুঝা গেল যে দম বা ফুঁৎকার করা সুন্নাত।

Top