উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা উম্মু সালমা রাদ্বিয়াল্লাহু আনহার আক্বিদা


চুল মুবারকের বারকতঃ-

সায়্যিদুনা উসমান বিন আবদুল্লাহ (رضي الله عنه) বলেন, আমার পরিবার একটি পানি ভর্তি পাত্র নিয়ে আমাকে হযরত উম্মু সালমা (رضي الله عنه)-এর নিকট প্রেরণ করেছেন, কেননা তাঁর নিকট চান্দির ডিব্বা ছিল, যেটির মধ্যে রাসূল (ﷺ)-এর চুল মুবারক রক্ষিত ছিল। 


وَكَانَ إِذَا أَصَابَ الْإِنْسَانَ عَيْنٌ أَوْ شَيْءٌ بَعَثَ إِلَيْهَا مِخْضَبَهُ فَأَخْرَجَتْ مِنْ شَعْرُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَتْ تُمْسِكُهُ فِي جُلْجُلٍ مِنْ فِضَّةٍ فَخَضْخَضَتْهُ لَهُ فَشَرِبَ مِنْهُ قَالَ: فَاطَّلَعْتُ فِي الْجُلْجُلِ فَرَأَيْت شَعرَات حَمْرَاء. رَوَاهُ البُخَارِيّ


-‘‘কেউ যখন কোন ধরনের অসুস্থতা অনুভব করতেন ওই ডিব্বাটি নেড়ে পাত্রের মধ্যে রাখতেন। অসুস্থ ব্যক্তি পাত্রের পানি পান করার সাথে সাথে অসুস্থতা থেকে আরোগ্য লাভ করতো।’’৩১৬

{৩১৬. 

ক. সহীহ বুখারী শরীফ, ৭/১৬০ পৃ. হা/৫৮৯৬, পরিচ্ছেদ:بَابُ مَا يُذْكَرُ فِي الشَّيْبِ ; 

খ.খতিব তিবরিযি, মিশকাতুল মাসাবীহ, ২/১২৮৭ পৃ. হা/৪৫৬৮ (ভারতীয় পৃ. ৩৯১)।}


আক্বিদা

সাহাবায়ে কিরামগণ (رضي الله عنه) তার্বারুক হিসেবে নাবী কারিম (ﷺ)-এর চুল মুবারক নিজেদের কাছে রাখতেন। এর মাধ্যমে তারা বিভিন্ন প্রকার উপকার অর্জন করতেন। এটাও বুঝা গেল যে, নাবী পাক (ﷺ)-এর চুল মুবারক রোগের আরোগ্য দানকারী। যারা নাবী কারিম (ﷺ) কে রোগের আরোগ্য দানকারী, মুসিবত দূরীভূতকারী হিসেবে জানে, তাদেরকে যারা মুশরিক বলে, উম্মুল মু’মিনীন হযরত উম্মু সালমা (رضي الله عنه) এবং অপরাপর সাহাবাগণ (رضي الله عنه) সম্পর্কে তারা কি ফাত্ওয়া দেবে? (আল্লাহ তাদের হিদায়ত করুন।)

Top