বাব নং ২১৪.২. কাপড় ঝুলানো
২- بَابُ مَا جَاءَ فِيْ السَّدْلِ
٤٢٩- أَبُوْ حَنِيْفَةَ: عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنْ أَبِيْ جُحَيْفَةَ، أَنَّ النَّبِيَّ مَرَّ بِرَجُلٍ سَادِلٍ ثَوْبَهُ، فَعَطَفَهُ عَلَيْهِ. وَفِيْ رِوَايَةٍ: عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ، عَنِ النَّبِيِّ مُنْقَطِعًا.
৪২৯. অনুবাদ: ইমাম আবু হানিফা আলী ইবনে আকমার থেকে, তিনি আবু জুহাইফা (رضي الله عنه) থেকে বর্ণনা করেন, রাসূল (ﷺ) এমন এক ব্যক্তির পাশ দিয়ে গমন করছিলেন, যার কাপড় ঝুলা ছিল। অতঃপর তিনি সেই কাপড়কে তার কাঁধের উপর উল্টিয়ে দিলেন।
অন্য বর্ণনায় আলী ইবনে আকমার নবী করমি (ﷺ) থেকে (منقطع) মুনকাতি বর্ণনা করেছেন।
(জামেউল আহাদীস, ৩৮/২৯০/৪১৪৯৬)
ব্যাখ্যা: ভাঁজ করা ব্যতীত কাপড় ঝুলে রাখা এবং কাপড়কে ছড়িয়ে রাখা নিষেধ। তাই রাসূল (ﷺ) লোকটির কাঁধের উপর কাপড় রেখে তা ভাঁজ করে দেন।