রেশমের পোষাক পরিধান করার বর্ণনা


মাসআলাঃ পুরুষদের জন্য রেশমের (সিল্ক) পোষাক পরিধান করা জায়েয নেই। যেমন- হযরত ওমর (رضي الله عنه) থেকে বর্ণিত আছে যে, রাসূল (ﷺ) বলেছেন- দুনিয়ার মধ্যে রেশমী পোষাক এ ব্যক্তি পরিধান করে যার জন্য পরকালে কোন অংশ থাকে না। ২৪৬

 ➥২৪৬. ফতহুলবারী, ২৪৪ পৃষ্ঠা।


মাসআলাঃ রেশমের পোষাক মহিলাদের জন্য হালাল যেমন- হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত আছে।


মাসআলাঃ বরকাত নামক কিতাবে বর্ণিত আছে, রেশম দ্বারা তৈরীকৃত পোষাক কিংবা রুমাল মহিলাদের জন্য নিঃসন্দেহে জায়েয ও বৈধ। যেমন- তাদের জন্যে রেশমী কাপড় ইত্যাদি জায়েয। পুরুষদের জন্য রেশমী রুমাল ব্যবহার করা, হাতে রাখা, পকেটে রাখা মুখমন্ডল মোছন করাও জায়েয বরং সায়্যিদুনা ইমাম আযম (رحمة الله)’র তাহক্বীক্ব মোতাবিক শুধু পরিধান করা অবৈধ বা নিষিদ্ধ, এছাড়া অন্য সব ব্যবহার পদ্ধতি বৈধ ও জায়েয। তবে রেশমী রুমাল কাঁধের উপর রাখা সম্পর্কে বৈধ, অবৈধ হওয়ার ব্যাপারে ইতস্তত হতে পারে। অর্থাৎ যদি রুমাল কাঁধের উপর রাখা প্রথাগত নিয়মানুসারে পরিধান করা বুঝা যায়, তাহলে নিষিদ্ধ বুঝা যাবে। আর যদি পরিধান করা প্রমাণিত না হয়, তা হলে জায়েয বা বৈধ হবে। তবে এ বিষয়ে নিশ্চিতরূপে হুকুম প্রদান করা দুষ্কর বিষয়। প্রকাশ্যভাবে কাঁধের উপর রুমাল রাখা পরিধান নয়, তাই জায়েয হওয়া উচিত। ২৪৭

 ➥২৪৭. বরকাত, পৃষ্ঠা-৬৮।

Top