৩. স্বামীর অনুমতি ব্যতিরেকে স্ত্রী ঘর থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ। 


রাসূলুল্লাহ (ﷺ) ’র নিকট একজন মহিলা জিজ্ঞাসা করল যে, স্ত্রীর উপর স্বামীর কী কী হক রয়েছে? উত্তরে তিনি ইরশাদ করলেন, স্ত্রী কখনো নিজেকে স্বামী থেকে দূরে রাখবে না যদিও সে উঠের পিঠে আরোহন অবস্থায় থাকে। স্বামীর অনুমতি ছাড়া তার ঘরে থেকে কিছু কাউকে দিবেনা। যদি কেউ এরূপ করে তবে সে গুনাহগার হবে এবং এর কোন সাওয়াব পাবে না। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া তার ঘর থেকে বের হবে না। যদি বের হয় তবে তাওবা না করা এবং ঘরে ফিরে না আসা পর্যন্ত রহমত ও গযবের ফেরেশতারা তার উপর অভিশাপ দিতে থাকে। জিজ্ঞাসা করা হলো- স্বামী যদি যালিম হয় তবুও? তিনি বললেন, স্বামী যালিম হলেও। ১০৩

১০৩.ইমাম বায়হাকী র (৪৫৮ হি.) সুনানে বায়হাকী

 

এক হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন- وَهَلُمَّ اَيُّهَا اِمْرَاةٍ خَرَجْتُ مَنْ بَيْنَهَا بِغَيْرِ اَذِنَ زَوْجِهَا كَانَتْ فِىْ سَخَطِ اللهِ حَتَّى تَرْجِعَ إِلَى بَيْتِهَا وَيَرْضَ عَنْهَا زَوْجَهَا

কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ব্যতিত ঘর থেকে বের হয় তবে সে ঘরে ফিরে না আসা পর্যন্ত এবং স্বামী তার প্রতি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহর অসন্তুষ্টিতে থাকে। ১০৪

১০৪.ইমাম গাজ্জালী র. ইয়াহিয়াউল উলুম উদ্দিন

Top